Skip to main content

খাসোগজি হত্যায় জড়িতদের মৃত্যুদণ্ড চায় সৌদিআরব!

আসিফুজ্জামান পৃথিল : সৌদি সাংবাদিক জামাল খাসোগজির হত্যঅকাণ্ড সরাসরি জড়িত ৫ ব্যাক্তির মৃত্যুদণ্ড চাইবেন সৌদিআরবের রাষ্ট্রপক্ষের আইনজীবিরা। খাসোগজি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে অভিযুক্ত করেছে সৌদিআরব। এরমধ্যে ৫ জনকে সরাসরি নির্দেশ এবং হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পাবলিক প্রসিকিউটার অফিস। সরকারি কৌশলীদের এই কার্যালয়টি নিজেদের অভিযোগে জানিয়েছে খাসোগজি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে এই ৫ জনের সঙ্গে ঝগড়া এবং হাতাহতির সময় খুন হয়েছেন। তাকে বেঁধে ফেলা হয় এবং ঘুমের ওষুধের ইনজেকশান দেওয়া হয়। এর ফলশ্রুতিতেই তার মৃত্যু হয়। এরপর তার শরীর টুকরো টুকরো করা হয় এবং স্থানীয় সহায়তাকারীর হাতে তুলে দেওয়া হয়। সৌদি পাবলিক প্রসিকিউটারের কার্যালয় আরো জানিয়েছে, সাবেক সহকারি গোয়েন্দা প্রধান আহমেদ আল-আসরির নির্দেশে জোর করে খাসোগজিকে দেশে ফিরিয়ে আনার জন্য ১৫ সদস্যের একটি দল গঠন করা হয়। এই দলটি ৩ ভাগে বিভক্ত ছিলো। এর একটি আলোচনার জন্য, একটি গোয়েন্দা দল আর একটি লজিস্টিকস দল। আলোচনা দলের প্রধান খাসোগজিকে হত্যার নির্দেশ দেন বলেও কৌশলীরা জানিয়েছেন। সিএনএন

অন্যান্য সংবাদ