শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০২:৩৬ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেবী নাজনীন ছাড়া পেলেও নিপুণ রায় গ্রেফতার

সালেহ্ বিপ্লব/সুজন কৈরী : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপির সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় অফিস থেকে বের হওয়ার পর নাইটিঙ্গেল মোড় থেকে গোয়েন্দা পুলিশ দু’জনকে আটক করে। তারা একই গাড়িতে ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, বেবী নাজনীনকে গ্রেফতারের পরে ছেড়ে দেয়া হয়েছে। আর নিপুণ রায় চৌধুরীকে পল্টন থানার মামলায় গ্রেফতার  করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলা, সংঘর্ষ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া পৃথক তিন মামলার এজাহারভুক্ত আসামি নিপুর রায়। মামলা নম্বর-২১ এর ১২, মামলা নম্বর-২২ এর ১১ ও মামলা নম্বর-২৩ এর ৩৭ নম্বরে তার নাম রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব বিভাগের মতিঝিল জোনের এসি আতিকুল ইসলাম বলেন, নিপুন রায়কে পল্টন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে বেবী নাজনীনকে ছেড়ে দেয়া হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যার পরে কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে ডিবি পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়।

সন্ধ্যার আগেও বিএনপি অফিসের ভেতরে রিজভীর ব্রিফিংয়ের সময় এই দুইজনকে তার পাশে বসে থাকতে দেখা যায়।

উল্লেখ্য, বুধবার বিএনপি অফিসের সামনের পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় গয়েশ্বরের পুত্রবধূ নিপুণ রায় এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়