শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০২:২১ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত

আজহারুল হক, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় দুটি ইজিবাইক একটি পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এছাড়াও আরো ৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌর এলাকার খিরু সেতুর উপর। স্থানীয়দের অভিযোগ পৌর সদরের ট্রাফিকের অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ফাঁড়ি ইনচার্জ এস,আই আব্দুস ছালাম দুর্ঘটনায় নিহত ও আহতর বিষয়টি নিশ্চত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভালুকা বাজার থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক ঢাকা অভিমুখে যাওয়ার সময় উপজেলার খিরু সেতুর ওপর ভালুকাগামী অপর একটি পিকআপ পেছন থেকে ওই ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকে ধাক্কা লেগে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭জন আহত হয়। আহতদেরকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইজি বাইক চালক চালক উপজেলার মল্লিকবাড়ি গ্রামের আব্দুল হেকিম (৫৫) ও ভালুকা পৌর সভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা সোহেল মিয়ার শিশু ছেলে রাব্বী (১০) মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন, নিহত রাব্বীর বাবা সোহেল (৩০) তার মা দোলেনা আক্তার (২৫), দিনাজপুর জেলার নরেশ কুমারের ছেলে চঞ্চল কুমার (৩২), গফরগাঁও উপজেলার আন্তাজ আলীর ছেলে নবী হোসেন (৪০), উপজেলার বাশিল গ্রামের কামরুল হোসেনের স্ত্রী হালিমা আক্তার ও হবিরবাড়ি গ্রামের হারুন মিয়ার মেয়ে হাবীবা আক্তার (১২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়