Skip to main content

'ফেসবুকে ভাইরাল হওয়া ছাত্রদল নেতার বহিস্কারের চিঠিটি বানোয়াট'

সাব্বির আহমেদ : সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহাজাহানপুর থানা ছাত্রদল সাধারণ সম্পাদকের বহিস্কার চিঠি প্রসঙ্গে বিবৃতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে ছাত্রদল দাবি করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার শাহাজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূঁইয়াকে বহিস্কারের চিঠিটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তারা বলছে, মূলত আজ ১৫ই নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ধরনের কোন মিটিং হয়নি। তাই ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধায়ী এবং সাংবাদিকদের এই ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানায়। একই সাথে ভবিষ্যতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর থেকে যে প্রেস বিজ্ঞপ্তি যাবে সেটাই আমাদের কথা তার বাহিরে কোন ব্যক্তি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কােন প্রেস বিজ্ঞপ্তি গেলে সেটা আমলে না নেওয়ার জন্য সাংবাদিক ও ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ করা হল।

অন্যান্য সংবাদ