শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০২:০০ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন শনিবার

আরএইচ রফিক, বগুড়া : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, আগামী শনিবার বগুড়া মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মন্ত্রণালয়ের বানিজ্য সংগঠনের পরিচালক কর্তৃক ঘোষিত প্রশাসক নিয়োগ এর আদেশ স্থগিত ও বর্তমান গ্রুপের কমিটি কর্তৃক ঘোষিত শনিবারের অনুষ্ঠিতব্য নির্বাচনকে বৈধ ঘোষনা করা হয়েছে।

বানিজ্য মন্ত্রণালয়ের পত্রে জানা যায়, ২০১৫ ইং সালের ১০ অক্টোবর গ্রুপের কার্যনিবাহী কমিটির মেয়াদ কাল শেষ হবার পর গ্রপের পক্ষে আর কোন নির্বাচন না হওয়ায় গ্রুপের কার্যক্রম পরিচালনায় শুন্যতা সৃষ্টি হয়।
এদিকে পরবর্তিতে নতুন নির্বাচনের বিষয়টি মাথায় রেখে বর্তমান আহবায়ক কমিটি তাদের পক্ষে কার্যক্রম শুরু করে। এতে করে গ্রুপের অধিকাংশ সদস্য আহবায়ক কমিটি নতুন নির্বাচনী তফসিল ঘোষনা করেন। তফসিলে আগামী ১৭ নভেম্বর (শনিবার)নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।

এতে করে নির্বাচনী কমিটি আইনগত বৈধতায় তাদের কার্যক্রম শুরু করলে পক্ষে বিপক্ষে উচ্চ আদালতে পাল্টা পাল্টি রিট আবেদন করা হয়। ফলে গত রবিবার সাবেক কমিটির এক আবেদনের পরিপ্রেক্ষিতে বগুড়া মোটর মালিক গ্রুপের একটি সুষ্ট নির্বাচনের লক্ষ্যে বানিজ্য সংগঠনের অধ্যাদেশ ১৯৬১ এর ১০ ধারায় গ্রুপের সকল কমিটি শূণ্য হিসাবে গন্য করে মন্ত্রণারয়ের পক্ষে জারীকৃত এক আদেশে বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট(এডিএম)আব্দুল মালেককে মোটর মালিক গ্রুপের প্রশাসক নিয়োগ দেবার কথা জানানো হয় ।

অন্যদিকে ওই আদেশের বিপরীতে বর্তমান গ্রুপের পক্ষে সকল দলিল দস্তাবেজ উপস্থাপনার মাধ্যমে আপিল করা হলে মাত্র ৪দিনের মাথায় ১৫ নভেম্বর (বৃহস্পতিবার ) একই মন্ত্রনালয় কর্তৃক আগের আদেশ স্থগিত ও গ্রুপের বর্তমান আহবায়ক কমিটি কর্তৃক শনিবারের অনুষ্ঠিতব্য নির্বাচন প্রক্রিয়াকে বৈধ ঘোষনা করা হয়।

যার ফলশ্রুতিতে গ্রুপের বর্তমান নির্বাচনী কমিটিকর্তৃক পূর্ব ঘোষিত তারিখ শনিবারে অনুষ্ঠিতব্য নির্বাচন অনুষ্ঠানে আর কোন প্রতিবন্দকতা থাকছে না এমনটি জানা গেছে।

আগামী শনিবার বগুড়া মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক সম্মেলনকে উপলক্ষ করে ইতমধ্যেই সকল প্রস্তুতি সমপন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয় । সূত্রটি জানায় শনিবার গ্রুপের নির্বাচনকে ঘিড়ে বগুড়া কেন্দ্রীয় বাসট্রার্মিন্যাল এলাকায় এখন নির্বাচনী হাওয়া বেশ জোরে সরেই বৈইছে । একই সাথে সেখানে রয়েছে খুশির ইমেজ ।

দীর্ঘ দিন পর গ্রুপের এই দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিড়ে নির্বাহী পদে ১৯টি পদের জন্যমোট ৩১জন ক্যান্ডিডেট প্রতিদন্দিতায় নেমেছেন । নির্বাচনকে ঘিড়ে সকল আয়োজন প্রস্তুতি শেষ । শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা এই ভোট গ্রহন চলবে বলে নিশ্চিত করেছেন গ্রুপের নের্তৃবৃন্দ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়