শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান : রিটার্নিং অফিসার

মাহফুজ নান্টু, কুমিল্লা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান, কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। তিনি বলেন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ি নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের নিরপেক্ষতা বজায় থাকবে।

বৃহস্পতিবার কুমিল্লার সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকদের সাথে নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আবুল ফজল মীর এসব কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি রক্ষার জন্য কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৬জন, কুমিল্লা সেনানিবাস এলাকায় ১জন এবং ১৭ উপজেলায় ১জন করে মোট ২৪জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, ইতিমেধ্য কুমিল্লায় যেসব স্থানে এখনও রাজনৈতিক দল, ব্যক্তির বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন রয়েছে তা অপসারণে সিটি করপোরেশন কর্তৃপক্ষ সহযোগিতা করছে। অনেকেই নিজেদের উদ্যোগে সরিয়ে নিয়েছেন। নির্বাচন সংক্রান্ত খবরাখবর সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মিডিয়া সেল খোলা হবে। প্রশাসনের একজন পদস্থ কর্মকর্তা তথ্য সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকবেন। যাতে করে সংবাদকর্মীদের সংবাদ সংগ্রহে কোন প্রকার সমস্যার সম্মুখিন হতে না হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো:আবুল ফজল মীর আরও বলেন, সর্বোপরি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা জেলা প্রশাসন কোন প্রার্থী বা দলকে আমাদের প্রতিপক্ষ মনে করেনা। নির্বাচনী আইনের মধ্য থেকে আমরা স্ব-স্ব অবস্থান থেকে সবাইকে সহযোগিতা করবো। জেলার আইন শৃংখলা রক্ষার নিমিত্তে আমরা পুলিশ সুপারসহ অন্যান্য আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে প্রতিনিয়ত সমন্বয় করছি। আশা করি জেলার সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ সুষ্ঠ-নিরপক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়