Skip to main content

দু’এক দিনের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নের তালিকা প্রকাশ

আহমেদ জাফর : মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আমাদের কাছে দেশী বিদেশী ৫-৬ টি রিপোর্ট আছে। এগুলো স্টাডি করা হচ্ছে, মনোনয়নে যেন জনমতের প্রতিফলন হয়। এ জন্য সার্ভের রিপোর্টার দেখে আলোচনা করে এর ভিত্তিতে দু’এক দিনের মধ্যে মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে পার্লামেন্টারি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের একথা বলেন তিনি । তিনি বলেন,পার্লামেন্টারি বোর্ডের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। এই দু’টি সভায় নির্বাচন মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের কাছে যে রির্পোট আছে, এগুলো স্টাডি করে জনমতের প্রতিফলন হয় সেভাবে মনোনয়ন দেয়া হবে। বোর্ডের সকল সদস্য এগুলো দেখছেন। এখনো আনুষ্ঠানিক মনোনয়ন পর্ব শুরু হয়নি। তবে দু’এক দিনের মধ্যে মনোয়ননের তালিকা প্রকাশ করে মনোনয়ন দেয়া হবে।এবার রেকর্ড সংখ্যক মনোনয়ন বিক্রি হয়েছে এটা দলীয় কোন্দলের প্রতিফল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন মনোনয়ন যে কেউ চাইতে পারে, কাকে মনোনয়ন দেবে সেটা নির্ধারণ করবে মনোনয়ন বোর্ড ও দলের সভাপতি। তবে একটি বিষয়ে পরিষ্কার যে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তাকে সবার সমর্থন দিতে হবে। তার বিরোধীতা করলে চিরস্থায়ী ভাবে বহিষ্কার করা হবে। ইশতেহার কাজ চুড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ইশতেহার কাজ শেষ হয়েছে। কবে ঘোষণা করা হবে? খুব দ্রুত ইশতেহার ঘোষণা করা হবে। এ নির্বাচনে যুক্তফ্রন্ট আওয়ামী লীগের জোটে থাকবে কি না জবাবে ওবায়দুল কাদের বলেন, না থকার কোনো কারণ নেই, যুক্তফ্রন্ট অবশ্যই জোটে থাকবে। শরীকদের সাথে আসন ভাগাভাগি বিষয়ে কথা হয়েছে কি না ? আলোচনা হয়েছে এখনো চূড়ান্ত হয়নি তবে ৬৫ থেকে৭০ টি আসন শরীকদের দেয়ার লক্ষ্য নিয়ে আওয়ামীলীগ এগোচ্ছে। ইলেক্টেবল কেন্ডিডেটরা মনোনয়ন পাবে, তাই জোটের আসন কম বেশি হতে পারে। বৃহম্পতিবার ৩৯ টি দলের একটি জোট এসেছে আওয়ামী লীগের সাথে মহাজোটে থাকতে। যার মধ্যে দু’টি নিবন্ধিত দল আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, দিপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ

অন্যান্য সংবাদ