শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধাওয়ানকে ছাড়লেও সাকিবকে ধরে রাখলো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক : আসন্ন আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মৌসুমেও সানরাইজার্স হায়দরাবাদেই থাকছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। নতুন মৌসুমের জন্য শিখর ধাওয়ানের মতো ব্যাটসম্যানকে ছেড়ে দিলেও সাকিবের ওপর ভরসা পাচ্ছে দলটির ফ্র্যাঞ্চিাইজি কমিটি।

সানরাইজার্স হায়দরাবাদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। সেখানে তারা ৯ জন ক্রিকেটারকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে ছিল না অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম।

আসন্ন মৌসুমে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি নিলামের জন্য যাদেরকে ছেড়ে দিয়েছে, তার মধ্যে বিদেশী ক্রিকেটারদের অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান এবং কার্লোস ব্র্যাথওয়েট। দেশীদের মধ্যে শেখর ধাওয়ানকে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে বিক্রি করেছে দলটি।

ধাওয়ানকে বিক্রি করলেও নিলামের আগেই তিন ক্রিকেটারকে দলে টেনেছে তারা। দিল্লি ডেয়ারডেভিলস থেকে তিন ক্রিকেটার বিজয় শঙ্কর, শাহবাজ নাদিম এবং অভিষেক শর্মাকে দলে নিয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।

বল টেম্পারিং কর্মকা-ে নিষিদ্ধ হওয়া ডেভিড ওয়ার্নার গত মৌসুমে খেলতে না পারলেও তাকে ধরে রেখেছে দলটি। সেই সঙ্গে কেন উইলিয়ামসনকে পুরো মৌসুমের জন্য পাচ্ছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।

গত আইপিএলে হায়দরাবাদের হয়ে মোট ১৭ ম্যাচে ২৩৯ রান করেছিলেন সাকিব। সেই সঙ্গে বল হাতে নিয়েছিলেন ১৪ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়