শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:২৫ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর আবারো চালু হলো মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান’

মহিব আল হাসান : দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবরও নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান ‘কৃতাঞ্জলী কথাচিত্র’ চালু হয়েছে। এই প্রতিষ্ঠানটির সর্বশেষ ছবি ছিল প্রায়ত নায়ক মান্না অভিনীত ‘পিতা মাতার আমানত’। এটি পরিচালনা করেছিরেন এফ আই মানিক। দীর্ঘ দশ বছর বন্ধ থাকার পর ‘জ্যাম’ ছবির শুটিং দিয়ে সচল হলো প্রতিষ্ঠানটি। নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না এখন এই প্রতিষ্ঠানটির হাল ধরেছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় গত সোম ও মঙ্গলবার পুবাইলে দুদিন ছবির শুটিং হয়। ছবির শুটিংয়ে অংশ নেন সুব্রত ও রেবেকা। সেখানে ছবিটির সড়ক দূর্ঘটনার দৃশ্য ধারণ করা হয়। ‘জ্যাম’ শিরোনামে ছবিটির গল্প লিখেছেন প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরী। আর ছবিটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
ছবিটির প্রধান সহকারী পরিচালক রাইসুল ইসলাম রনি বলেন, ‘আমরা পুবাইলে ছবিটির শুটিং শুরু করেছি। ছবির বেশকিছু সিক্যুয়েন্সের কাজ শেষ করব পুবাইলে। শুরুতেই সুব্রত দাদা ও রেবেকা আপার রোড একসিডেন্ট দিয়ে শুটিং শুরু করেছি।

পরিচালক নেয়মুল বলেন, ‘আমরা কিছু ফ্ল্যাশব্যাকের শুটিং করেছি। গল্পের প্রয়োজনে ছবিতে কয়েকটি ফ্ল্যাশব্যাক সিক্যুয়েন্স রাখা আছে। যে গুলো ছবির নায়ক-নায়িকার মনে নাড়া দেবে। আমরা ছবিটির বেশকিছু ফ্ল্যাশব্যাকের দৃশ্য নায়ক শুভ ও নায়িক পূর্ণিমার কল্পনায় আসবে।

ছবিটির কবে থেকে টানা শুটিং শুরু হবে জানতে চাইলে নেয়ামুল বলেন, ‘আগামী ডিসেম্বরে ছবির শুটিং শুরু কররি চিন্তা করেছি। তবে নির্বাচনের কারণে শুটিং পিছাতে পারে। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। চিত্রনাট্য তৈরির কাজ শেষ করেছি। এখন লোকেশনগুলো আমরা নির্ধারণ করছি। আশা করি টানা শুটিং করে কাজটি শেষ করতে পারব।’

‘কৃতাঞ্জলী কথাচিত্র’ থেকে প্রযোজিত শেষ চলচ্চিত্র ছিল এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’। মান্নার মৃত্যুর পর নতুন কোনো ছবি নির্মাণ হয়নি এই প্রযোজনা সংস্থা থেকে। এবারই মান্নার স্ত্রী নতুন করে আবার ছবি তৈরির কাজ শুরু করলেন।

প্রতিষ্ঠানটি এর আগে নির্মাণ কওে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতা মাতার আমানত’। ছবিগুলো সেসময় ব্যবসায়িকভাবে বেশ সাফল্য পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়