শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ১১:৪৩ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ১১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ওর মতো অধিনায়ক আর কখনই পাবো না’(ভিডিও)

আক্তারুজ্জামান : জিম্বাবুয়ে সিরিজ বেশ সফলতার সঙ্গেই শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ শেষে এক সপ্তাহের বিশ্রাম নিয়ে আবারও মাঠে নামবে বাংলাদেশ দল। ঘরের মাঠে ক্যারিবীয়দের স্বাগত জানাবে টাইগাররা। কিন্তু এরই মাঝে অনিশ্চয়তায় পড়েছেন মাশরাফি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে থাকার ফলে তাকে এই সিরিজে পাওয়া যাবে কি না তা নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউই। তবে দলে মাশরাফির একটা প্রভাব আছে।

ঢাকা টেস্ট শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এর সভাপতি নাজমুল ইসলাম পাপন। সেখানেই মাশরাফি প্রসঙ্গ উঠলো।

এসময় তিনি মাশরাফিকে নিয়ে বলেন, ‘সে কিন্তু খেলোয়াড় হিসেবে নয়, প্রধানত অধিনায়ক হিসেবেই দলের সাথে রয়েছে। অধিনায়ক হিসেবেই সে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। কারণ ওর মত অধিনায়ক আমরা খুঁজে পাচ্ছি না এবং কখনও পাব বলেও মনে হয় না। সেদিক থেকে চিন্তা করলে আমাদের ধারণা সে বিশ্বকাপের পর হয়তো বা অবসর নিতে চাইবে।’

এরপর মাশরাফির অবসরের বিষয়ে বলেন, ‘ওর (মাশরাফি) ব্যাপারটি একটু আলাদা। সে যে কতদিন খেলবে আমরা আসলে নিশ্চিত নই। আর ও যে শারীরিক অবস্থা নিয়ে খেলছে সেটাই তো অনেক কিছু।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘মাশরাফি হয়তো বিশ্বকাপের পর অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার। এটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। তবে সে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে গেলেও ক্রীড়াক্ষেত্রে জোরালো অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’

ওয়ানডে অধিনায়ক মাশরাফির রাজনীতিতে আসাটা কীভাবে দেখছেন, এমন প্রশ্নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, রাজনীতিতে আসার সিদ্ধান্তটা ঠিকই নিয়েছে মাশরাফি। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে, এটাই তো অনেক। সে আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে, খেলোয়াড় হিসেবে না। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ।

বিসিবি সভাপতি আরো বলেন, ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাব বলেও মনে হয় না। বড়জোর বিশ্বকাপের পর হয়তো অবসরে যাবে অধিনায়ক। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার, এটা হলে এর চেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। তবে সে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে গেলেও ক্রীড়াক্ষেত্রে জোরালো অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, সাকিবও করতে চেয়েছিল, কিন্তু সে পিছিয়ে এসেছে এসব কথা চিন্তা করে। যেহেতু সে আরও চার-পাঁচ বছর খেলবে। সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক আছে তুমি খেলো। তবে মাশরাফির ব্যাপারটা ভিন্ন। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে, এটাই তো অনেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়