শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ১১:২৪ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ পয়লা অগ্রহায়ণ ও জাতীয় নবান্নোৎসব

সাজিয়া আক্তার : আজ অগ্রহায়ণের প্রথম দিন, জাতীয় নবান্ন উৎসব। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় শুরু হয়েছে দুই দিনের জাতীয় নবান্নোৎসব। ভোরে নাচ ও গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা । শোভাযাত্রা শেষে আবার বিকেল তিনটা থেকে বকুলতলায় শুরু হয় গান, আবৃত্তি ও নাটক। সূত্র : ডিবিসি টেলিভিশন

এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন পরিবেশনা। নবান্নের নানা কর্মসূচির সঙ্গে এই আয়োজন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নবান্নের শিশু প্রহর ঘোষণা করা হয়েছে। এই সময়ে ২২টি শিশু সংগঠন তাদের নিজ নিজ পরিবেশনায় অংশ নেবে। একই সঙ্গে শিশুরা উৎসব প্রাঙ্গণে দিনব্যাপী চিত্রাঙ্কণ প্রতিযোগিতাও অংশ নেবে।

নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শস্য উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সব আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয় তার মধ্যে নবান্ন অন্যতম। নবান্ন শব্দের অর্থ ‘নতুন অন্ন’। নবান্ন উৎসব হলো নতুন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। এই উৎসবটি সাধারণত অগ্রহায়ণ মাসের আমন ধান কাটার পর অনুষ্ঠিত হয়।

নবান্ন উৎসবে একসময় বাংলার প্রতি ঘরে ঘরে যেন পিঠা-পায়েসের ধুম পরে যেতো। আমন্ত্রণ জানানো হতো আত্মীয়দেরকে। দেশের নানা জায়গায় হতো পিঠামেলা। সর্বজনীন উৎসব হিসেবে নবান্ন উৎসব সমাদৃত ছিলো।

১৯৯৮ সাল থেকে রাজধানী ঢাকা শহরে আনুষ্ঠানিকভাবে নবান্ন উৎসব উদযাপন শুরু হয়। জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদ প্রতিবছর পহেলা অগ্রহায়ণে নবান্ন উৎসব উদযাপন করে আসছে। নবান্ন উৎসব বাংলার মানুষের কাছে এক অতি আপন সংস্কৃতি যা বাঙালি মননের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবেই বিবেচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়