শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানের শীষ প্রতীকে ভোট করবে গণফোরাম

সাইদ রিপন : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। তাই জোটের শরিক হিসেবে গণফোরাম ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে। বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নিতে বলেছে গণফোরাম।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরবার সংক্রান্ত চিঠি পৌচ্ছে দেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু।

তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম (নিবন্ধন নং ০২৪) জাতীয় ঐক্যফন্টের শরীক রাজনৈতিক দল হিসেবে জাতীয় ঐক্যফন্ট কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে।

মান্না বলেন, জোটগতভাবে নির্বাচন করলে জাতীয় ঐক্যফ্রন্টের কমন প্রতীক ‘ধানের শীষ’ হবে।

আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু সিদ্ধান্ত হয়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়