শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৯:৪৫ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি হলো আরও ১৬ বিদ্যালয়

তরিকুল ইসলাম সুমন : বেসরকারি আরও ১৬টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিকও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে ২৮০টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। এ নিয়ে মোট ২৯৬টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি হলো।

বৃহস্পতিবার দুপুরে সরকারি হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে, মুন্সীগঞ্জের সিরাজ দিখান উপজেলার ইছাপুর মডেল উচ্চবিদ্যালয়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন মডেল উচ্চ বিদ্যালয়, টট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ বালিকা উচ্চ বিদ্যালয়, নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ, সুনামগঞ্জের সাল্লা উপজেলার গোবিন্দচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়, কক্সবাজারের টেকনাফ উপজেলার টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়, জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সরিষাবাড়ি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ), কুমিল্লার মেঘনা উপজেলার দৌলত হোসেন উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংগের তারাকান্দা উপজেলার বকশীমুল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাজিতপুর রাজ্জাকুন্নেছা (আরএন) পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং কুষ্টিয়ার কুমারখারী উপজেলার কুমারখালী পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। প্রধানমন্ত্রীর প্রতিশ্্রুতি অনুযায়ী সারাদেশে ৩২৫টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়