Skip to main content

নির্বাচনের বৈধতা বিদেশী পর্যবেক্ষকরা দিতে পারে না : মুন্সী ফয়েজ

মো: মারুফুল আলম: বিআইআইএসএস (বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডিজ) এর চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষকরা আসলে নির্বাচন বৈধতা পাবে এটা মনে করার কোন কারণ নেই। তারা নিজেদেরকে সন্তুষ্ট করতে নিজেদের গরজ থেকেই আসেন। এখানে ঠিকমতো নির্বাচন হচ্ছে কি না সেটা তারা দেখতে চায় বা জানতে চায়। বৈধতা দেওয়ার প্রশ্নই আসতে পারে না। বুধবার ডিবিসি নিউজের সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যদি নজরদারী বা পাহারাদারির কথা চিন্তা করি, তাহলে সেটা আমাদের নিজেদেরকেই করতে হবে। বিদেশীরা পাহারাদার হয়ে আসবে আবার সেটার জন্য আমরা বসে থাকবো এটা ঠিক হতে পারে না। আমরাও লোক পাঠাই বিদেশী নির্বাচনে। তারা ফিরে এসে যখন রিপোর্ট করে তখন আমরা অনেক কিছু জানি তাদের ব্যাপারে। বিদেশীরাও আসে তারা নিজেরা জানতে।বাংলাদেশ এর উন্নতি অগ্রগতির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাছাড়া আগের নির্বাচনে সবাই অংশগ্রহণ করেনি, এবার করছে। তাই বিদেশীরা দেখতে আসলে তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত বলেও উল্লেখ করেন মুন্সী ফয়েজ। নির্বাচন পর্যবেক্ষনের জন্য বিশেষ কোন টিম আসে? নাকি তাদের সঙ্গে দূতাবাসের টিমও কাজ করে? নাকি তারা মিডিয়া থেকে জেনেই রিপোর্ট করে? এর উত্তরে মুন্সী ফয়েজ বলেন, পর্যবেক্ষক দলের সাথে স্থানীয় দূতাবাসের লোকজনও থাকে। কখনও একসাথে কখনও ভাগ হয়ে তারা কাজ করে। সবখানেতো যেতে পারে না, অল্প কিছু কেন্দ্রে যেতে পারে। তারা সেখানে যেয়ে প্রত্যক্ষভাবে দেখে যে, কিভাবে নির্বাচন হচ্ছে। শুধুমাত্র বাইরে থেকে যারা আসে তারাই দেখে বা শুধুমাত্র খবরের কাগজের উপর ভিত্তি করে রিপোর্ট করে তা নয়। পর্যবেক্ষক দল ও তাদের দূতাবাসের সমন্বয়ে তারা রিপোর্ট করে। তারা এসে দেখে যদি বলে যে, নির্বাচন ভাল হয়নি বা ভাল হয়েছে দুটোরই ইমপেক্ট হয়। তারা আসলেই যে বৈধতা পাবে বা কোয়ালিটি বৃদ্ধি পাবে এমনটা ভাবার কোন কারণ নেই। তাদেরকে সেধে আনতে হবে এমনটাও না; আসলে তাদেরকে আমরা সুযোগ সুবিধা দেবো বলেন মুন্সী ফয়েজ।

অন্যান্য সংবাদ