শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৮:১৩ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিএনপি-জামায়াত, বর্তমান সরকারের পাওয়া উপহার নষ্ট করেছে ’

কান্তা আইচ রায় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে।  কিন্তু, বিএনপি-জামায়াত, আওয়ামী লীগ সরকারের সময়ে পাওয়া প্রচুর রাষ্ট্রীয় উপহার নষ্ট করেছে।’ গত ১০ বছরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, সরকার সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজধানীর বিজয় সরণিতে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় দেশি-বিদেশি উপহার সংরক্ষণ এবং প্রদর্শনীর জন্য নবনির্মিত তোশাখানা জাদুঘরের উদ্বোধন কালে প্রধানমন্ত্রী একথা বলেন ।

দেশের জনগণের প্রতি বঙ্গবন্ধুর মর্যাদাকে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাস, অর্জন, সম্মাননা প্রদর্শিত হলে সাধারণ মানুষ তা জানতে পারবে। বিভিন্ন দেশের উপহারে সেই দেশের সংস্কৃতির পরিচয় পাওয়া যায় যা প্রদর্শিত হলে সাধারন মানুষ উৎসাহ হিসেবে নিতে পারবে।’

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে এ প্রকল্পের কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী। পাঁচ তলা বিশিষ্ট এ জাদুঘরের প্রকল্প ব্যয় ৮০ কোটি টাকা। নবনির্মিত এ জাদুঘরে সংরক্ষণ করা হবে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রাপ্ত দেশি-বিদেশি উপহার সামগ্রী। খুব শিগগিরই নির্মাণের বাকি কাজ শেষ হলে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে জাদুঘরটি ।

সরকারের মন্ত্রী, কর্মচারীগণ তাদের দাপ্তরিক মর্যাদায় প্রাপ্ত সকল উপহার মন্ত্রী পরিষদ বিভাগের আওতায় রাষ্ট্রীয় তোষাখানায় জমা প্রদানেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়