শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৬:১৩ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটের দশ দিন আগে সেনা মোতায়েন : ইসি সচিব

সাইদ রিপন: নির্বাচনের দুই থেকে দশ দিন পূর্বে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। বৃহস্পতিবার সকালে আগারগাঁয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের অডিটরিয়ামে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান।

এসময় সহকারি রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, `নির্বাচন পূর্বকালীন সময়ে । অর্থাৎ নির্বাচনের দুই দিন , একসপ্তাহ বা দশ দিন পূর্বে সেনাবাহিনী মোতায়েন থাকবে। বিজিবি মোতায়েন হবে। সুতরাং তাদের থাকার ব্যবস্থা রাখা এখন থেকে ব্যবস্থা করতে হব।

ইসি সচিব বলেন, কোথায় প্রিসাডিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে সেটা এখন থেকে ঠিক করে রাখতে হবে। এবং যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এখন থেকে ঠিক করে রাখতে হবে। আর কোথায় থেকে নির্বাচনি মালামাল সরবরাহ করা হবে। সেখানে নিরাপত্তা জোরদার এখন থেকেই করতে হবে বলে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেন ইসি সচিব।

সহকারি রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে ইসি সচিব বলেন, গতকাল পল্টনে সোডাউনকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে । এটা যেন আর পূনরাবৃত্তি না হয় । আচরণবিধি ঠিকভাবে যেন পালন হয় সেদিকে আপনারা নজর রাখবেন।
বৃহস্পতিবারের এই ব্রিফিংয়ে অংশ নেন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারি রিটানিং কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে ইসি সচিব বলেন, নির্বাচনী পোস্টার ব্যানার সরিয়ে ফেলাসহ মাঠের পরিবেশের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের সাহসিকতার সাথে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, কোন কর্মকর্তা শিথিলতা থাকলে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়া হবে। এসময় নির্বাচনের পরিবেশ ভালো থাকবে বলেও আশা প্রকাশ করেন কমিশনার মাহবুব তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়