শিরোনাম

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন বানচাল করতে পুলিশের ওপর হামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসমাঈল হুসাইন ইমু : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিবাচনকে বানচাল করতে সুপরিকল্পিত ভাবে পুলিশের পড়ে উপরে হামলা করেছে বিএনপি নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা ৬ টায় রাজার বাগ পুলিশ লাইন হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পুলিশের ওপর হামলা এবং তাদের প্রাণনাশের যে আক্রমণ চালানো হয়েছে তাতে নির্বাচন বানচাল এবং তাদের অশুভ উদ্দেশ্য থাকতে পারে।  যারা নির্বাচন চায় তারা কখনোই এ ধরনের ঘটনা ঘটাতে পারে না। নিশ্চয় এটা একটি উস্কানি, ষড়যন্ত্র এবং নির্বাচন বানচাল করতে এটা ঘটানো হয়েছে।

তিনি বলেন, যেখানে সারা দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন হওয়ার আশা করছিল। সেখানে পুলিশের উপরে এ ধরনের হামলার কোনো মানেই হয় না। যারা নির্বাচন করবেন তারা মনের আনন্দে ফর্ম জমা দিয়েছিলেন। নির্বাচনের জন্য অপেক্ষা করছেন সেই সময়ে এমন হামলা।

তিনি আরো বলেন, বলেন, আহতরা অধিকাংশই লাঠি এবং ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। আহতদের মাথায়, হাঁটুতে, পায়ে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়েছে। আহতদের মধ্যে পাঁচ জন অফিসার, দুইজন আনসারসহ মোট ২৩ জন আহত হয়েছেন। তারা পুলিশের ২ টি গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং একটি এপিসি গাড়ি ভাঙচুর করেছে।

এ হামলার ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর সহ বেশ কয়েকটি মামলা হবে। আমরা ভিডিও ফুটেজ গুলো যাচাই বাছাই করে জড়িতদের বিরুদ্ধে আইনুগত ব্যবস্থা গ্রহণ করব।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশের আইজিপি ডঃ জাবেদ পাটোয়ারী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়