শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের দায়িত্ব মানুষের মধ্যে ভোটের উৎসব ফেরানো : খালেকুজ্জামান

ফাহিম আহমাদ বিজয় : বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি। মানুষের মধ্যে ভোটের উৎসব ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনের।

তিনি আরও বলেন, তড়িঘড়ি করে নির্বাচনের তারিখ ঘোষণা করা এবং পরে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত জনমনে সংশয় তৈরি করতে পারে। সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচনকালীন সরকারের চ্যালেঞ্জগুলোর ব্যপারে তিনি বলেন- নির্বাচনের তারিখ কিছুদিন পেছানো হয়েছে সাংবিধানিক জটিলতা দূর করার জন্য। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি বলেন, প্রার্থীরা যেভাবে মহড়া চালাচ্ছে, একই দলে ২০ জন, ২৫ জন প্রার্থী হচ্ছে এর কারণে আন্তঃদলীয় সংঘাত এবং দলীয় সংঘাত নির্বাচন কালীন সময়ে দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় মনোনয়ন প্রার্থীদের মাঝে যে উৎসাহ- উদ্দীপনা রয়েছে, জনগণের মাঝে সেই উৎসাহ নেই। নির্বাচনের আবহাওয়াটা শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ। জনগণের মাঝে নির্বাচনের উৎসব ফিরিয়ে দেয়ার বিষয়ে, সরকার ও নির্বাচন কমিশনের দায়িত্ব নেয়া উচিত উচিত বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড, এই কথাটি ভুল। কারণ, ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। সেই জনগণের মধ্যে সমতা তৈরি হয়নি। তাদের মাঝে বৈষম্য বাড়ছে। জনগণের মাঝে সমতা আনাটা অনেক জরুরি। জনগণের অধিকারের সমতা কীভাবে প্রতিষ্ঠিত হবে এবং জনগণ যেন বাধামুক্ত অবস্থায় নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে মনোযোগ দেওয়া দরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়