শিরোনাম

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৫:০০ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নির্বাচন কমিশন কেতাবে স্বাধীন, বাস্তবে না’

রবিন আকরাম : সুষ্ঠু ভোটাভুটির জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। নির্বাচনে লেভেল প্লেয়িং নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু আমাদের নির্বাচন কমিশন কেতাবে স্বাধীন। বাস্তবে আজ পর্যন্ত কোনো কমিশনের কাজেই তাদের স্বাধীন সত্তার প্রতিফলন দেখা যায়নি বলে মন্তব্য করেছেন আইনজীবী ও কলামিস্ট এরশাদুল আলম প্রিন্স।

বুধবার অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪ এ তিনি এসব কথা লিখেছেন।

এরশাদুল আলম প্রিন্স বলেন, কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা দুটোই জরুরি। পরাধীন কমিশনের নিরপক্ষতা স্বাধীন কমিশনের অ-নিরপেক্ষতা থেকে উত্তম। কিন্তু স্বাধীন বাঙালি জাতির ভাগ্যে নিরপেক্ষ কমিশন দু’একবার জুটলেও স্বাধীন কমিশন জোটেনি।

‘সরকারের সদিচ্ছাপূরণে এখন কমিশনকে এগিয়ে আসতে হবে। সরকার চায় সুষ্ঠু নির্বাচন করতে। এই সুষ্ঠু নির্বাচনের পথ রচনা করা এখন কমিশনের কাজ। কমিশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে। নির্বাচনে সবার জন্য সহনীয় পরিবেশ সৃষ্টি করতে ভূমিকা রাখবে।’

প্রিন্সের ভাষায়, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির একটি বড় নিয়ামক ছিল সংসদ ভেঙে দেয়া। এটি সরকার ও সরকার বিরোধী দুই পক্ষের জন্যই জরুরি ছিল। কিন্তু সেটি হয়নি। এখন বিদ্যমান ব্যবস্থার মধ্যেই যতোটুকু সম্ভব লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায় তা করতে কমিশনকে এগিয় আসতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়