শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৭:২২ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে তাবলীগের দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসছে সরকার

ডেস্ক রিপোর্ট : আসন্ন বিশ্ব ইজতেমা ও তিনচিলার সাথীদের ৫ দিনের জোড়ের তারিখ নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে তাবলীগের দুই পক্ষ। চলমান এ উত্তেজনাকর পরিস্থিতি নিরসনে উভয়পক্ষের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বৃহ¯পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে  স্বরাষ্ট্রমন্ত্রীসহ তাবলিগ জামাতের দুই পক্ষের প্রধানগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির  লোকজন উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও তাবলীগ জামাতের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে মোট কয়েকবার তাবলীগের উভয়পক্ষকে নিয়ে বসা হলো।

জানা যায়, তাবলীগ জামাতের বিশ্বআমির দিল্লীর মাওলানা সাদ কান্ধলভি ও নিজামুদ্দীন মার্কাজের বিরোধিতা করছে পাকিস্থানের তাবলীগী নেত্রীবৃন্দ। তাই তাবলীগের মূল সিদ্ধান্তের ক্ষেত্রে নিজামুদ্দীন মার্কাজের সমানক্ষমতা দাবি করে আলমী শুরা গঠন করে রাইভেন্ড মার্কাজ। কেন্দ্রীয় নেতৃত্বে অংশদারিত্বের বিবাধে দিল্লী-লাহোর জড়িয়ে পড়লে বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। বাংলাদেশে তাবলীগ জামাতের প্রধানকেন্দ্র কাকরাইল মসজিদেও ছড়িয়ে পড়ে এ বিভক্তি। ১১জন শুরা সদস্যের মাঝে ৬ জন নিজামুদ্দীনের পক্ষে থাকলেও বাকী ৫ জন আলমী শুরার পক্ষে অবস্থান নেন। এ অংশের বিরোধিতায় বিগত বিশ্ব ইজতেমায় তাবলীগের আমির মাওলানা সাদ ও নিজামুদ্দীনের প্রতিনিধি দল বাংলাদেশ এসেও ইজতেমায় অংশ নিতে পারেননি। পরে কাকরাইল মসজিদে বিশ্বের অন্যান্য দেশের মুরব্বীদের উপস্থিতিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর তিনচিল্লার সাথীদের জোড় এবং ১১,১২,ও ১৩ জানুয়ারী ২০১৯ বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করেন। এর বিরোধীতা করে ডিসেম্বরের ৭ থেকে ১১জোড় এবং জানুয়ারীর ১৮,১৯ ও ২০ ইজতেমার তারিখ নির্ধারণ করে অপরপক্ষ। তাবলীগ জামাতের ইতিহাসে এ প্রথম ইজতেমা ও জোড়ের তারিখ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
এ দ্বন্দ্ব নিরসনেই বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন  স্বরাষ্ট্রমন্ত্রী সাদুজ্জামান খাঁন কামাল।

তাবলিগ জামাতের মুরুব্বিদের মধ্যে শুরা সদস্য মাওলানা যুবায়ের আহমদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়াও বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নাল আবেদিন, পুলিশের আইজি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মন্ত্রীপরিষদ ও সেতু বিভাগের সচিব উপস্থিত থাকবেন।তাবলিগ জামাতের আলেম উপদেষ্টাদের মধ্যে শোলাকিয়া ঈদগাহ’র খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মাহমূদুল হাসানও উপস্থিত থাকবেন এ বৈঠকে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়