শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাকিস্তান চারটি প্রদেশই চালাতে পারছে না, কাশ্মীর নিয়ে কী হবে’

মুসফিরাহ হাবীব : কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। বলেছেন, “পাকিস্তান নিজেদের চারটি প্রদেশই সামলাতে পারছে না, তাই কাশ্মীর তাদের চাই না।” বিদেশের মাটিতে বসে আফ্রিদি এ মন্তব্য করেন।

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে ছাত্রছাত্রীদের উদ্দেশে ভাষণে এমন কথা বলে নিজ দেশের ইমরান খান পরিচালিত নতুন সরকারকে কাশ্মীর দাবি না করারই বার্তা দিলেন তিনি।

কিন্তু ভারতকেও ছেড়ে কথা বলেননি আফ্রিদি। বলেছেন, “কাশ্মীর চাই না পাকিস্তানের। কিন্তু ভারতকেও কাশ্মীর দেওয়া যাবে না। বরং মানবিকতার খাতিরে কাশ্মীরকে স্বাধীন করে দেওয়া হোক। তাহলে কাশ্মীরের দখল নিয়ে লড়াইয়ে পড়ে আর মানুষের মৃত্যু হবে না। মানুষ অন্তত না মরুক।”

আফ্রিদি আরো বলেন, “পাকিস্তান চারটি প্রদেশই সামলাতে পারছে না... কাশ্মীর নিয়ে তারা কিভাবে পরিস্থিতি সামলাবে? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানবিকতা। কাশ্মীরে যেভাবে মানুষ মরছে তা বেদনাদায়ক। যে কোনো মৃত্যু সেটি যে সম্প্রদায়েই হোক না কেন তা দুঃখজনক।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে আফ্রিদিকে কথাগুলো বলতে শোনা গেছে। তবে পরে একটি টুইটে তিনি তার মন্তব্যকে ভুলভাবে উপস্থাপনের জন্য গণামধ্যমকে দোষারোপও করেছেন।

তবে কাশ্মীর নিয়ে আফ্রিদির এমন বার্তা এই প্রথম নয়। এর আগে এবছরেরই এপ্রিলে আফ্রিদি কাশ্মীর নিয়ে মন্তব্য করেছিলেন।

“ভারতের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরে অত্যাচার চলছে”, টুইটারে এমন মন্তব্য করে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন আফ্রিদি। আরএবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বার্তা দিয়েও ঘুরিয়ে ভারতের সমালোচনা করলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়