শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৫:২২ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলপুর বালিয় মাদরাসার খাবারের বিষক্রিয়ায় ১ জনের মৃত্যু, ২ শতাধিক অসুস্থ

আব্দুল্লাহ আল আমীন. ময়মনসিংহ : ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া, ফুলপুর,ময়মনসিংহ মাদ্রাসার আবাসিক ছাত্র বোর্ডিং এর খাদ্যে বিষক্রিয়ায় এ পর্যন্ত ১৮০ জন ছাত্রের গুরুতর অসুস্থতা এবং ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়,মঙ্গলবার রাতের খাবারে বোর্ডিং কর্তৃপক্ষ নির্ধারিত পোল্ট্রি মুরগীর গোস্ত ভাইরাস অথবা এংকর ডাইলে ফুড পয়জনিং এ ঘটনার সুত্রপাত। কিন্তু এ ব্যাপারে সুনির্দ্দিষ্ট ভাবে কেউ কিছুই বলতে পারছে না। গতকাল রাত থেকেই ছাত্রদের পেটে ব্যথা,বমি এবং পাতলা পায়খানায় গুরুতর অসুস্থ ৫০/৫৫জন ছাত্র ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং ২০ জনকে এসকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাফিয়া শরহেজামী (১০ম শ্রেণি) জামাতের ছাত্র মোঃ রিয়াদ হোসেন(১৭) নামে একজন মৃত্যুর খবর পাওয়া গেছে। সে রফিকুল ইসলাম ছেলে অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক মাওঃ আব্দুস সাত্তারের নাতি। এ খবর ছড়িয়ে পরলে ফুলপুর থানা পুলিশ ও জেলা সিভিল সার্জন এ বিষয়ে সার্বিক খোজ খবর রাখছেন।

এ ঘটনায় মাদ্রাসায় ছাত্র অভিভাবক এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে।শিক্ষক কর্মচারীরা স্তম্ভিত।এ ব্যাপারে কেউ কোন সুনিদ্দিষ্ট কারণ বা তথ্য প্রমান দিতে পারছে না। মুলতঃ মাদরাসা কর্তৃপক্ষ এ ব্যাপারে রহস্যজনক নীরবতা অবলম্বন করছে বলে অভিযোগ উঠছে। আহতদের এস.কে হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মাদরাসার ছাত্র নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ। আহতদের সুচিকিৎসা ও প্রকৃত ঘটনার তদন্ত করে দোষী ব্যাক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়