শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মৌসুমে পাটের লক্ষ্যমাত্রা ৯০ লাখ বেল

মতিনুজ্জামান মিটু: চলতি মৌসুমে দেশের আট লাখ হেক্টর জমি পাটের চাষ এবং ৯০ লাখ বেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাট অধিদপ্তরের মহাপরিচালক মো. শামছুল আলমের পক্ষে সমন্বয় কর্মকর্তা মো. সওগাতুল আলম জানান, গত মৌসুমে দেশের সাত লাখ ৯৫ হাজার হেক্টর জমি চাষ করে পাট উৎপাদন হয় ৮৮ লাখ ৯৫ হাজার বেল। এবছর আট লাখ হেক্টর জমিতে ৯২ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

রবি-১ সহ উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং সঠিক পরিকল্পণা বাস্তবায়নের কারণে পাট চাষের জমি কমলেও উৎপাদন বেড়েছে। আগে দেশে একর প্রতি জমিতে ১৫ থেকে ১৬ মণ পাট হতো। আর এখন ওই পরিমাণ জমিতে ৩৫ থেকে ৩৬ মণ পাট উৎপাদন হয়ে থাকে। পাটের জীবন রহস্য উদ্ভাবনে দেশে পাটের ভবিষ্যত উজ্জ্বল হয়েছে।

সোনালী আঁশ বলে খ্যাত পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের ঐতিহ্য। পাটজাত পণ্য শতভাগ দেশীয় কাঁচামালে উৎপাদিত হয়ে বিদেশে রপ্তানি হচ্ছে এবং বৈদেশিক মূদ্রা অর্জণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। পাটের গৌরবোজ্জ্বল ঐতিহ্য সমুন্বত রাখতে বর্তমান সরকার এ খাতের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে। এর আলোকে অধিদপ্তরের পক্ষ থেকে নিবিড় তদারকিসহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। এতে প্রতিকুল অবস্থার মুখেও এখাতের সাফল্য অব্যাহত রয়েছে। ফিরে আসছে পাটের সুদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়