Skip to main content

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা বৃহস্পতিবার

সমীরণ রায়: আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সভাটি বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, এ সভা থেকেই আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

অন্যান্য সংবাদ