Skip to main content

আবারও ইংলিশ লিগে ইতিহাস গড়া ‘র‌্যানিয়ের’

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে ইংলিশ লিগে এক ইতিহাস রচিত হয়। ম্যানইউ, ম্যান সিটি, চেলসি, লিভারপুল, টটেনহ্যাম, আর্সেনালসহ নামীদামী ক্লাবকে হটিয়ে শিরোপা জিতেছিল ‘অখ্যাত’ লেস্টার সিটি। যার পেছনে কারিগরি ভুমিকায় ছিলেন ক্লাউদিয়া র‌্যানিয়ের। লেস্টারকে শিরোপা উপহার দিয়ে লেস্টার ছেড়েছিলেন তিনি। তবে মৌসুমের মাঝপথে আবারও কোচিংয়ে ফিরছেন র‌্যানিয়ের। ইতালিয়ান এ কোচকে নিয়োগ দিয়েছে ইংলিশ লিগের আরেক ক্লাব ফুলহাম। স্লাভিসা জোকানোভিচের অধীনে মৌসুমের শুরু থেকেই বাজে খেলছিল ফুলহাম। লিগে শেষ ১২ ম্যাচ খেলে মাত্র ৫ পয়েন্ট যোগাড় করতে পেরেছে। তাই জোকানোভিচকে সরিয়ে কোচের চেয়ারে র‌্যানিয়েরিকে এনেছে ফুলহাম। ফুলহামে দায়িত্ব নিয়ে র‌্যানিয়েরি বলেন, ‘ফুলহামকে কোচিং করানোর সুযোগ এবং শাহীদ খানের (ফুলহামের চেয়ারম্যান) আমন্ত্রণ পাওয়াটা আমার কাছে সম্মানের। ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ফুলহাম অসাধারণ একটি ক্লাব। দলটির স্কোয়াডে অসাধারণ প্রতিভার কিছু খেলোয়াড় রয়েছে যাদের পারফরম্যান্সে পয়েন্ট টেবিলে ক্লাবটির উন্নতি ঘটতে পারে।’ ইতিহাস গড়ে লেস্টার সিটিকে লিগ শিরোপা এনে দেওয়ার পর দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন রানিয়েরি। গত মৌসুমে ফরাসি ক্লাব ন্যানতেসে ছিলেন তিনি। এবার মৌসুমের মাঝপথে তাকে নিয়োগ দিয়েছে ফুলহাম।