Skip to main content

২০১৫ সালের পর প্রথম সংকুচিত হলো জার্মান অর্থনীতি

নূর মাজিদ : তৃতীয় প্রান্তিকে কমেছে ইউরোপের সর্ববৃহৎ দেশ জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি। এই সময়ে দেশটির অর্থনীতির সার্বিক আকার দশমিক ২ শতাংশ কমেছে। ২০১৫ সালের পর কোন একক প্রান্তিকে এটিই দেশটির অর্থনীতির প্রথমবার সংকুচিত হওয়ার ঘটনা। তৃতীয় প্রান্তিকে এই আকার সংকোচনের পেছনে মূল অণুঘটক হলো দেশটির তুলনামূলক কম রপ্তানি। বানিজ্য যুদ্ধের যে প্রভাব ইউরোপের অর্থনীতিতে পড়ছে তার প্রেক্ষিতেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন জার্মান অর্থনীতিবিদগণ। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো গতকাল বুধবার প্রকাশিত এক অর্থনৈতিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, বিগত বছরের একই সময়ের তুলনায় জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের প্রবৃদ্ধি ১ দশমিক ১ শতাংশ কম হয়েছে। বিশেষ করে বৈদেশিক বাণিজ্য কমে যাওয়ায় এমনটি হয়। এই সময়ে রপ্তানির চাইতে দেশটির আমদানির পরিমাণও আংশিক বৃদ্ধি পেয়েছে। যা পূর্ববর্তী দ্বিতীয় প্রান্তিকের চাইতেও বেশি। এছাড়াও এই সময়ে দেশটির অভ্যন্তরীণ বাজার চাহিদায় মিশ্রভাব লক্ষ্য করা যায়। বিশেষত মেশিনারি, অবকাঠামো নির্মাণ শিল্পে মূলধন প্রবৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যায়। তবে একই সময়ে দেশটির ভোক্তাদের মাঝে গৃহস্থালি কাজে ব্যবহৃত পণ্যক্রয়ের পরিমাণ কমেছে। বিবিসি

অন্যান্য সংবাদ