শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০২:০১ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষায় বৈষম্যরোধে নির্বাচিত সরকারের কাছে দাবি জানিয়েছে ‘এমডব্লিউইআর’

সাব্বির আহমেদ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের কাছে শিক্ষাখাতে বেশ কয়েকটি দাবি তুলে ধরেছে শিক্ষাভিত্তিক বেসরকারি সংগঠন 'মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস’। সংগঠনটি বলেছে, সরকারি-বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বাজেটের আওতায় এনে পরিকল্পিত নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন এবং দেশের প্রত্যেক ব্যক্তিকে শিক্ষা ব্যবস্থার আওতায় আনা উচিত।

বুধবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে সংগঠনটি। ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তরুণ সমাজ’ শিরোনামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটস’র আহ্বায়ক ফারুক আহমাদ আরিফ। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রায়হান ওয়াজেদ চৌধুরী, সদস্য সাব্বির আহমেদ, আসাদুল্লাহ লায়ন, এনায়েত রাফি ও গাজী আনিস।

লিখিত বক্তব্যে ফারুক আহমাদ আরিফ বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ হালনাগাদ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। ২০০৮ হতে ২০১৮ পর্যন্ত ১০ বছরে দেশে তরুণ ভোটার বেড়েছে ২ কোটি ২৫ লাখ। এদের মধ্যে অধিকাংশের বয়স ১৮-২৮ বছর। এরমধ্যে ১ কোটি ২১ লাখ ৩৪ হাজারের অধিক নতুন ভোটার। ভোটারদের মধ্যে প্রায় ৩০ শতাংশের বয়স ১৮ থেকে ৩০ বছর।

তিনি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিচালিত (২০১৬-১৭ অর্থবছরের হিসাব অনুযায়ী) সর্বশেষ ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে মোট কর্মোপযোগী মানুষের সংখ্যা ১০ কোটি ৯১ লাখ। এর মধ্যে কর্মে নিয়োজিত ৬ কোটি ৮ লাখ। বাকি ৪ কোটি ৮২ লাখ ৮০ হাজার মানুষ কর্মক্ষম তবে শ্রমশক্তির বাইরে। তাদের মধ্যে ১৫ বছরের বেশি বয়সী কর্মক্ষম মানুষের সংখ্যা ১০ কোটি ৯১ লাখ। এর মধ্যে বেকারের সংখ্যা ২৬ লাখ ৮০ হাজার। আর ২০১৫-১৬ অর্থবছরে এই সংখ্যা ছিল ২৬ লাখ। এক্ষেত্রে এক বছরে বেকার বেড়েছে ৮০ হাজার।

আরিফ বলেন, ২০২১ সালে বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছরে পদার্পণ করবে। সে উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দেশের প্রতিটি মানুষের হাতে কাজ চাই। এক্ষেত্রে নির্বাচিত সরকারই এর ব্যবস্থা করবে। আমাদের আশা থাকবে, পরিকল্পনা করে কিভাবে দেশের প্রতিটি মানুষকে শ্রমে নিয়োজিত করা যায় সেই চিন্তাটি সামনে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতিহার প্রণয়ন ও নির্বাচিত হওয়ার পর তা বাস্তবায়ন করবে।

‘গণমাধ্যম ও তরুণ সমাজ’ শীর্ষক বক্তব্যে গণমাধ্যমকর্মী সাব্বির আহমেদ বলেন, গণমাধ্যমের কাজ হলো জনগণের স্বার্থ ফুটিয়ে তোলা। তাই গণমাধ্যমের স্বাধীন ভূমিকা পালন নিশ্চিত করতে হবে। গণমাধ্যম ও সরকার উভয়কেই গণমানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

'বিচার বিভাগ ও সুশাসন’ শীর্ষক বক্তব্যে রায়হান ওয়াজেদ চৌধুরী বলেন, কোনো দেশে আইনের শাসন কার্যকর হয় বিচার বিভাগের মাধ্যমে। বিচার বিভাগ স্বাধীন না হলে আইনের শাসন সম্ভব নয়। বিচার বিভাগে দলীয় মনোনয়ন দেয়া হলে এবং দলীয় প্রভাবমুক্ত না হলে স্বাধীনভাবে কাজ করা সম্ভব হয় না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসব বন্ধ করা উচিৎ।

গাজী আনিস বলেন, এদেশে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র সম্পূর্ণ আলাদা। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্রুত বাড়ছে। এক্ষেত্রে দেখা গেছে পরিকল্পনার অভাব। একই ভবনে কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তুলতেও দেখা গেছে। শিক্ষাকে ব্যবসা হিসেবে পরিগণিত করা হচ্ছে। এটা অনুচিৎ, শিক্ষায় তারতম্য সৃষ্টি হচ্ছে। এটা আগামী প্রজন্মের জন্য ক্ষতিকর।

ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়