শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে প্রতিমন্ত্রী চুমকির উঠান বৈঠক

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জে উঠান বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। বুধবার বিকেলে উপজেলা তুমলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করতে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উঠান বেঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন।

তিনি বলেন, সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আওয়ামী লীগ নেতা কাজী সালাউদ্দিন, শরীফ হোসেন খান কনক, হাসান শরীফ খান ববি, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মহিলা নেত্রী জুয়েনা আহমেদ, আমিরুন্নেছাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে স্থানীয় ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়