শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর প্রয়োজন নেই পাকিস্তানের : আফ্রিদি

ইমরুল শাহেদ : পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি বুধবার বলেছেন, পাকিস্তান এবং ভারতকে মানবতার খাতিরেই কাশ্মীর ত্যাগ করা উচিত। দেশটিকে স্বাধীন হতে দেওয়া উচিত। ব্রিটিশ পার্লামেন্টে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় আফ্রিদি বলেন, পাকিস্তানের উচিত নয় কাশ্মীরের দাবি করা। কারণ তার চারটি প্রদেশই দেশটি ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না।

৩৮ বছর বয়সী এই অল রাউন্ডার বলেন, কাশ্মীরের লোকেরা রক্তে রঞ্জিত হচ্ছে প্রতিনিয়তই। এটা অত্যন্ত বেদনাদায়ক। আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের কাশ্মীর দরকার নেই। তার যে চারটি প্রদেশ রয়েছে সেগুলোই দেশটি সামাল দিতে পারছে না।’

তিনি বলেন, ‘কাশ্মীরকে একটি স্বাধীন দেশ হতে দেওয়া উচিত। সেখানকার স্বাধীনতাকামী মানুষগুলোকে মরতে দেওয়া উচিত নয়। মানবতাকে সমুন্নত রাখতে হবে। সেখানে মানুষ মরছে সেটা দেখলে আমার খুবই কষ্ট লাগে।’

কাশ্মীর ইস্যু নিয়ে এবারই প্রথম মন্তব্য করেননি এ হার্ড হিটার ব্যাটসম্যান। এ বছরের শুরুর দিকেও তিনি কাশ্মীর ইস্যুতে টুইট করেছেন। টুইটে তিনি বলেছিলেন, মর্মান্তিক এবং ভয়ংকর পরিস্থিতি বিরাজ করছে কাশ্মীরে। কাশ্মীর ইস্যুতে তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়