শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:৪২ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তফসিল ঘোষণার পেছনে সরকারের ইন্ধন রয়েছে : খালেকুজ্জামান

রফিক আহমেদ : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশনের তড়িঘড়ি করে তফসিল ঘোষণার পেছনে সরকারের ইন্ধন রয়েছে। এই সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বুধবার সুষ্ঠু জাতীয় নির্বাচন হওয়া, না হওয়া প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বাসদ সাধারণ সম্পাদক বলেন, জনগণের আন্দোলনের শক্তি বৃদ্ধি করার জন্য আমরা একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে সংলাপ করার পর সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন না করে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন যে হবে না, এ বিষয়টি পরিস্কার করার জন্য আমরা নির্বাচনে এসেছি। তা না হলে জনগণকে জানানোর কোনো সুযোগ থাকছে না। শাসকশ্রেণি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হারিয়ে ফেলেছে। আমরা গণতান্ত্রিক চেতনাকে উদ্বুদ্ধের মাধ্যমে তা জানানোর চেষ্টা অব্যাহত রাখব।

তিনি আরো বলেন, রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। কারণ, যে কেউ রাজনীতিতে আসার পর অল্প সময়ের মধ্যে কোটিপতি হওয়ার সুযোগ সৃষ্টি হয়। যার ফলে এখন একটি আসনে নির্বাচন করার জন্য ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।

সম্পাদনা- মাহবুব আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়