শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের পরেই নতুন যুক্ত হওয়া ইউনিয়নের কাজ শুরু

সুজিৎ নন্দী : জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সঙ্গে নতুন যুক্ত হওয়া চারটি ইউনিয়ন উন্নয়নের শুরু হচ্ছে না। ৪৭৬ কোটি টাকার নতুন প্রকল্পের টেন্ডার আহ্বান করা হলেও প্রায় তিন মাস ধরে পড়ে আছে। প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, আগামী বছরের শুরু থেকে কার্যাদেশ দেয়া হবে। টেন্ডার মূল্যায়ণ কমিটি জানায়, আপাতত মূল্যায়নের কাজ চলছে। অন্যদিকে এ বছর ডিসেম্বরের মধ্যে প্রকল্পের ৮০ কোটি টাকা ব্যয় করা হবে। কিন্তু টেন্ডার আহ্বানের মাত্র কয়েক দিনের মধ্যে কার্যাদেশ দেয়া হয়।

‘ডিএসসিসি আওতাধীন নবসুংযুক্ত নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প প্রায় ৮ মাস আগে একনেকে অনুমোদন হয়। প্রকল্প সূত্রে জানা যায়, ৪৭৬ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা ব্যায়ের প্রকল্পে প্রায় ৬৬ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করা হবে। রাস্তা নির্মাণ ও উন্নয়ন কাজে ১৯৮ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে। ৮ কিলোমিটার ফুটপাথ নির্মাণে ৩ কোটি ৩১ লাখ টাকা, ১৭টি আরসিসি ব্রিজ তৈরিতে ১৩৮ কোটি টাকা, ৪৮ কিলোমিটার নর্দমা তৈরিতে ৬০ কোটি টাকা, ১১৭ কিলোমিটার এলইডি লাইট লাগাতে ব্যয় ৫৭ কোটি টাকা। ১২টি খাতে পুরো টাকা খরচ হবে। এর পাশাপাশি পরামর্শক, টিউব লাইট হস্তান্তর খাতেও অর্থ বরাদ্দ আছে। এ বিষয়ে ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, দ্রুতই কার্যাদেশ দেয়া হবে। আপাতত মূল্যায়ন চলছে।

একাধিক সূত্র জানায়, ১৭টি আরসিসি ব্রিজ তৈরির জন্য আই ডাব্লিউ এমকে নিয়োগ দেয়া হয়েছে। ডেমরা, নাসিরাবাদ, মান্ডা ও দক্ষিণগাঁও যে ইউনিয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে তার প্রধান সড়ক বলে কিছু নেই। প্রায় সব সড়কগুলো খানাখন্দে ভরা। অলিগলির সড়কগুলো ভাঙা, কাটা, খুঁড়েরাখা। ড্রেনগুলো উপচে পড়ছে ময়লায়।

সম্পাদনা : আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়