শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৮, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীদের মনোনয়ন বাড়ানোর দাবি জানিয়েছেন ১৫০ জন নেত্রী

সাজিয়া আক্তার : এবারের জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন বাড়ানোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির ১৫০ নেত্রী। রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক সম্মেলনে একই সঙ্গে তারা নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক নারী ক্যাম্পেইন ম্যানেজার নিয়োগেরও আহ্বান জানান।

সম্মেলনে আসন্ন নির্বাচনে নারী নেতৃত্ব বাড়ানোর সুফল নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম দেয়া হয় নেত্রীদের। আলোচনায় অংশ নেন সেলিমা রহমান, মাসুদা এম রশিদ চৌধুরী, শামসুন্নাহার চাঁপা, বিলকিস জাহান শিরিন, ড. শাম্মি আহমেদ প্রমুখ।

তারা জানিয়েছেন, সাধারণ আসনে নারী প্রার্থীদের অনেকেই তাদের নিজ নিজ এলাকায় সাধারণ জনগণের জীবনমান উন্নত করতে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি কেটি ক্রোক বলেন, সাধারণ আসনে মনোনয়ন প্রত্যাশী নারী নেতারা তাদের নির্বাচনী এলাকায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখে চলেছেন। রাজনৈতিক দলগুলোর এখনই সময় নির্বাচিত সংসদীয় আসনগুলোতে নারী নেতাদের অংশগ্রহণ বৃদ্ধি করার।

আয়োজক সংগঠক জানায়, ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ২০ হাজারের বেশি নারী নেতার সমন্বয়ে একটি ক্রমবর্ধমান বহুদলীয় নেটওয়ার্ক আছে, যা ৪৪৩টি তৃণমূল কমিটিতে ৫ হাজার ৫৭০ নারীকে অন্তর্ভুক্ত হতে সহায়তা করেছে।

সূত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়