শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশ হামলা : রিজভী

শিমুল মাহমুদ : নয়াপল্টনে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। এই ঘটনায় প্রায় তিন ঘন্টা বিএনপির মনোনয়ন পত্র বিক্রি এবং জমাদান কার্যক্রম বন্ধ ছিলো বলে জানান তিনি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশ হামলা চালিয়েছে, আজকের ঘটনায় নির্বাচন কমিশন দায়ী, তারা পুলিশকে ব্যবহার করেছে।

তিনি বলেন,পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে হ্যালমেট বাহিনী, যারা ক্ষমতাসীনদের হয়ে কাজ করে।

রিজভী বলেন, পঞ্চাশের অধিক বিএনপির নেতাকর্মী পুলিশের গুলিতে আহত হয়েছে, কয়েকজনের অবস্থা আশংকাজনক।

নয়াপল্টনের সহিংসতা পরিস্থিতি বিএনপির নির্বাচন বানচালের অংশ আওয়ামী লীগের এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এটা ওবায়দুল কাদের সাহেবদের কাজ।

আহতরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা মেহেদী হাসান নয়ন, ঢাকা মহানগর মতিঝিল থানা যুবদল নেতা মকবুল, খিলগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাক, মুগদা থানা স্বেচ্ছাসেবক দল ৭১ নং ওয়ার্ড সভাপতি সবুজ, কলাবাগান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, মুগদা থানা যুবদল ৬ নং ওয়ার্ড সভাপতি অরিন, শাহজাহানপুর ছাত্রদল নেতা মহিরুদ্দিন, হোসেন, ভাসান, টুটুল, শাহবাগ থানা বিএনপি নেতা কামাল, পল্টন থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির, সবুজবাগ থানা যুবলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির, ৪ নং ওয়ার্ড সহ-প্রচার সম্পাদক সাইফুল, মুগদা থানা ৭২ নং ওয়ার্ড যুবদল নেতা মেহেদী হাসান মিরাজ, রমনা থানা ছাত্রদল নেতা প্রিন্স, ঢাকা পূর্ব মতিঝিল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মানিক, যুবদল নেতা হৃদয় শেখ, বিমান বন্দর থানা বিএনপি নেতা মহিউদ্দিন রতন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ছাত্রদল সদস্য শামীম রেজা, নিক্সন, জাকারিয়া জিম, চাঁদপুর জেলা যুবদল নেতা দেওয়ান মোহাম্মদ জুয়েল, পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান, লাকসাম থানা ছাত্রদল নেতা নুরুন নবী মহসিন, নেছারাবাদ উপজেলা যুবদল নেতা শামসুল হক, পল্টন থানা শ্রমিক দল সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, খিলগাঁও থানা স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামানসহ ৫০ জনের অধিক নেতাকর্মী। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শান্তিপূর্ণভাবে সংসদ নির্বাচনের নমিনেশন ফরম কিনতে আসা নেতাকর্মীদের ওপর অতর্কিতে পুলিশ কর্তৃক গুলিবর্ষণ, টিয়ারশেল নিক্ষেপ, জলকামান এর গাড়ী এবং রাবার বুলেট ট্রাক উঠিয়ে অসংখ্য নেতাকর্মীকে গুলিবিদ্ধ ও গুরুতর আহত করার ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়