শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ১১:৫০ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে চারটি টিনসেড ঘরসহ ২০ লাখ টাকার মালামাল পুঁড়ে ছাই

মো. রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে অজ্ঞাত কারণে অগ্নিকান্ডে চারটি পাকা টিনসেডের ঘরসহ স্থাবর-অস্থাবর ২০ লাখ টাকার মালামাল পুঁড়ে ছাই হয়ে গেছে।

বুধবার ভোর রাত সাড়ে তিনটায়, উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত মনছুর আলী মন্ডলের ছেলে মোস্তাফিজুর রহমানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশি ও বাড়ির মালিক জানায মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিন টায়, হঠাৎ পাকা টিনসেডের ঘরে আগুন ধরে। এসময় বাড়ির বাসিন্দাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এসে আগুন নিভানো ব্যর্থ চেষ্টা করে। এরপর রাত সাড়ে তিন টায় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে এক ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যে ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র ব্যবহারীত কাপর মালামার ধান-চাউল ও একটি মোটরসাইকেল পুঁড়ে যায়।

বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বলেন ঘরের মধ্যে থাকা নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুঁড়ে ছাই হয়ে গেছে।

এদিকে আগুনে পড়ে গেছে ঘরের ছাউনি-টিনসহ টিনসেডের সকল মালামাল। বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান বলেন, কেউ শত্রুতার বসবতি হয়ে তার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। তবে সন্দেহ ভাজন কারো নাম তিনি বলতে পারেনি।

মোস্তাফিজুর রহমানের বড়ভাই সেরাজুল ইসলাম বলেন, অগ্নিসংযোগ কারীরা টিনের মধ্যে কোন বারুদ জাতয়ি পদার্থ দিয়েছে । তার সন্দেহ বারুদ জাতীয় পদার্থ (পেট্রোল বা পাউডার) দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তিনি বলেন মাত্র ৩০ মিনিটের ব্যবধানে চারটি পাকা টিনসেডের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তার দাবি যদি এই রকম কোন পদার্থ ব্যবহার না হত তাহলে এত অল্প সময়ে চারটি টিনসেডের ঘর পড়ে যেত না।

আলাদিপুর ইউপি সদস্য মানিক মন্ডল বলেন, তার দেখা এই রকম আগুন এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে তা তিনি এর পূর্বে কখনো দেখেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়