শিরোনাম

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুর্নীতির মামলা

এস এম নূর মোহাম্মদ : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবুল খায়েরের দুর্নীতি মামলা বাতিল সংক্রান্ত রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এক বছরের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির জন্য বলা হয়েছে। বুধবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ আদেশ দেন।

এরফলে সাবেক ওই ভিসির বিরুদ্ধে বিচারিক আদালতে দুর্নীতির মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ পরীক্ষা ছাড়াই অনুমোদিত পদের অতিরিক্ত ৬ জন কর্মকর্তা ও ১০৮ জন কর্মচারী নিয়োগ দেন আবুল খায়ের।
অনুসন্ধানে প্রমাণ পেয়ে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. বেনজির আহমদ ২০০৯ সালের ১৩ জানুয়ারি নোয়াখালী সুধারাম থানায় মামলা করেন। পরে কমিশনের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ওই বছরের ১৫ জুন আদালতে অভিযোগ পত্র দায়ের করেন।

এদিকে গত বছরের ৩০ নভেম্বর আবুল খায়ের হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করলে চলতি বছরের ২৪ জানুয়ারি মামলাটি কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। শুনানি শেষে বুধবার ওই রুল খারিজ করে দিয়েছেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়