শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ১০:৫৬ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

নুরনবী সরকার, লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুর ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। গুলিবিদ্ধ আমিনুর ইসলাম লালমনিরহাট পৌরসভার সাপ্টানা নয়ারহাট এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।

বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত পার করে কয়েকজন মাদক ব্যবসায়ী কুলাঘাট ইউনিয়ন অতিক্রম করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে আমিনুর ইসলামের দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় এসআই আলমগীর হোসেন, সেলিম চৌধুরী ও কনস্টেবল আবুল কালাম আহত হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, মাদক ব্যবসায়ী আমিনুর ইসলামের বিরুদ্ধে থানায় ১৩টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়