Skip to main content

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফেরার চেষ্টা সৌম্য’র

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ে সিরিজ প্রায় শেষের দিকে। ঘরের মাঠে সিরিজ তবুও দলে ছিলেন না ওপেনার সৌম্য সরকার। অফ ফর্মের কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন। তবে উইন্ডিজ সিরিজকে সামনে রেখে নিজেকে পুরোদমে প্রস্তুত করছেন সৌম্য। ব্যাটিংয়ের পাশাপাশি কাজ করছেন বোলিং এবং ফিটনেস নিয়েও। রঙ্গিন জার্সিতে নিজের শেষ ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান উইন্ডিজ সিরিজেও দলে ফিরে এই ফর্ম ধরে রাখতে চান। রঙ্গিন জার্সির ফর্ম দিয়ে ফিরতে চান সাদা পোশাকের দলেও। তবে টেস্ট সিরিজে দলে জায়গা পাওয়া নিশ্চিত না হলেও নিজের কাজটা ঠিক ভাবে চালিয়ে যাচ্ছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সৌম্য জানান, ‘নিজের কাজটা নিজে করছি। চেষ্টা করছি ফিটনেস, ব্যাটিং, বোলিং এক সাথে করার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে সামনে, যদি সুযোগ পাই তাহলে শেষ ম্যাচটার ফর্ম যেন ধরে রাখতে পারি, ভাল পারফর্ম করে নিজে যেন খুশি থাকতে পারি।’ এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে পুরো টেস্ট সিরিজেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। তামিম ইকবাল ইনজুরি থেকে সেরে উঠছেন, নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা উইন্ডিজ সিরিজে থাকছেন কিনা। আর ইমরুল কায়েস এবং লিটন দাসের টেস্ট ফর্ম ভাবাচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। আর সৌম্যর সামনে সুযোগ রয়েছে এই সময়ে দলে ডাক পাওয়ার। তবে যে কোন পজিশনের জন্যই ব্যাট করতে প্রস্তুত তিনি। যদি ওপেনিংয়ে সুযোগ পান চেষ্টা করবেন দলে জায়গাটা পাকা করে নিজের পুরনো স্থান ফিরে পাওয়ার। ‘না আমি আলাদাভাবে কোন প্ল্যান করিনি, ওপেনিংয়ের জন্য প্রস্তুত হওয়ার। আমি শেষ যেই ম্যাচ গুলো খেলেছি, ন্যাশনাল লিগ, প্র্যাক্টিস ম্যাচ ও শেষ যে ম্যাচটা খেলেছি সেটাও তিন নম্বরেই খেলেছি। যদি ওপেনিংয়ে সুযোগ আসে তাহলে সেখানেও নিজের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করব।’