শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০৮:৫৭ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করে নাই, অথবা করতে পারে নাই’

জুয়েল খান : সুশাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, এই নির্বাচন কমিশন শুধুমাত্র রংপুরে একটা দৃষ্টান্তমূলক ভালো নির্বাচন করেছে, যা প্রশংসা পাওয়ার মতো। এছাড়া আর যতোগুলো নির্বাচন হয়েছে সেগুলো ছিলো নিয়ন্ত্রিত নির্বাচন, বিতর্কিত নির্বাচন। মঙ্গলবার রাতে এনটিভির এক আলোচনায় তিনি একথা বলেন।

ড. বদিউল আলম বলেন, বিদেশি পর্যবেক্ষক আসার ব্যাপারে আমাদের ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের চুক্তি আছে তাই তারা আসেন। তবে ভারতে কোনো চুক্তি নাই তাই তাদের দেশে নির্বাচন পর্যবেক্ষক আসে না। প্রধানমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একমত হয়েছিলেন যে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাবে। কিন্তু এখন তারা বলছে পর্যবেক্ষক পাঠাবে না। তবে এটা এখন নির্বাচন কমিশনের ব্যাপার তারা কীভাবে নির্বাচন করবে। তবে ভারতের কোনো চুক্তি থাকায় তাই তাদের দেশে নির্বাচন পর্যবেক্ষক আসে না।

তিনি আরো বলেন, বিএনপির মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করে নয়াপল্টনে বড় ধরনের জনসমাগম তৈরি হয়েছে তাই নির্বাচন কমিশন বলেছে যে, বিএনপির কর্মী-সমর্থকরা যদি নির্বাচনের আচরণবিধি অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কিন্তু গত কয়েকদিন আওয়ামী লীগের মনোনয়ন বিক্রিকে কেন্দ্র করেও একই অবস্থা বিরাজ করে, তখন কেন নির্বাচন কমিশন এই কথা বলেনি। তার মানে নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিচ্ছে।

এছাড়া আওয়ামী লীগের দুপক্ষের কোন্দলে রাজধানীর মোহাম্মদপুরে দুজন মানুষ মারা গেলে কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, কমিশন নিরব ছিলো।

তিনি জানান, নির্বাচন কমিশনের হাত এতটাই লম্বা যে, তারা চাইলে নতুন করে বিধি প্রনয়ণ করতে পারে এবং তদন্ত সাপেক্ষে প্রর্থিতা বাতিল করতে পারেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সার্থে। ভারতের নির্বাচন কমিশন চাইলেই বিধি প্রনয়ণ করতে পারেনা তারপরেও তাদের কমিশন এতটা নিরপেক্ষ ভূমিকা পালন করে।

নির্বাচনে গণমাধ্যমের আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম নির্বাচনে চোখ-কানের ভূমিকা পালন করে। তবে মিডিয়ার জন্য অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবারের আচরণবিধি। গণমাধ্যমের আচরণবিধি আরো শিথিল করার প্রয়োজন যাতে তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে। সুত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়