শিরোনাম
◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী 

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০৮:৩০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ না হলেও অর্থনীতিতে বড় কোনো ধাক্কা আসবে না : এ বি মির্জা আজিজুল ইসলাম

তানজিনা তানিন : আসন্ন নির্বাচনে অর্থনীতির প্রভাব সম্বন্ধে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেছেন, নির্বাচনের সময়ে দেশের পরিস্থিতি অনুকূলে থাকে না বলে অর্থনীতিতে বিরাট নেতিবাচক প্রভাব পড়ে। এবারের নির্বাচনে কিছুটা স্থির বাতাস বইছে। ফলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮ শতাংশ পূরণ করতে না পারলেও, অর্থনীতিতে বড় কোনো আভিঘাতের সৃষ্টি হবে না বলে আশাবাদী এই অর্থনীতিবিদ।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিবিড় থাকায় এখনও দেশের অর্থনীতিতে কোনো আঘাত হানেনি। কারণ বেশির ভাগ রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সকলেই সহনশীল মনোভাব পোষণ করছে। তবে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি এখনও। ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। আমাদের দেশে এক দশক ধরে বেসরকারি খাতে বিনিয়োগ স্থবির হয়ে আছে। বর্তমান নির্বাচনের বছরে এই পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করেন না তিনি। তবে সরকারি বিনিয়োগ বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তারা নির্বাচনের নানা কাজে নিয়োজিত থাকার ফলে প্রকল্প বাস্তবায়নের গতি কিছুটা হ্রাস পাবে। তবে দেশের পরিস্থিতি শান্ত থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমলেও, দেশের অর্থনীতির মেরুদ-ে আঘাত হানবে বলে মনে করেন না তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়