শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ থেকে ১০০ আসনে আসবে জনপ্রিয় তরুণ ও নারী প্রার্থীরা

কান্তা আইচ রায় : ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের এবার মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৪০২৩টি। আসনপ্রতি প্রায় ১৪ জন প্রার্থী যা গত নির্বাচনের তুলনায় দ্বিগুণ। কেন্দ্রীয় নেতারা বলছেন, বিপুল সংখ্যক মনোনয়ন প্রত্যাশী থাকলেও ইতিমধ্যেই চুড়ান্ত করা হয়েছে ২০০ প্রার্থী। এছাড়া ৭০ থেকে ১০০ আসনে বাদ পড়ছেন পুরাতন এমপিরা, তাদের জায়গায় আসবে জনপ্রিয় তরুণ ও নারী প্রার্থীরা।

৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শুরু হয় দলের মনোনয়নপত্র বিক্রি। বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে প্রার্থীরা টানা চারদিন ধরে মনোনয়নপত্র নেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, এবার মোট ৪০২৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে চুড়ান্তভাবে দলের প্রার্থী ঘোষণা দেবে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য ফারুক খান মনে করেন, বিএনপি নির্বাচনে আসার ঘোষণা দেয়ায় এবার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। আড়াই বছর ধরে চলা জরিপের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের তথ্য নেয়া হয়েছে। সে হিসেবে এবার ৩০০ এর মধ্যে ১০০ আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।

দলের নীতিনির্ধারকরা জানান, এলাকায় জনপ্রিয় ও আওয়ামী পরিবারের সদস্যদেরই মনোনয়ন দেয়া হবে।

সংসদে সব পেশার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবার খেলোয়ার, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীদের মনোনয়ন দেয়া হবে। এবার কেউ বিদ্রোহী প্রার্থী হলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হবে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। সূত্র : ইনডিপেনডেন্ট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়