শিরোনাম

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিশ্চিত তামিম, অনিশ্চিত সাকিব

স্পোর্টস ডেস্ক: রিহ্যাব থেকে ফিরে মিরপুরের নেটে প্রতিদিনই ব্যাটিং অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তামিম ইকবাল। জাতীয় সংসদ নির্বাচন না করার পরিকল্পনা থেকে ফিরে এসে গতকাল মঙ্গলবার যোগ দিলেন সাকিব আল হাসানও। কয়েকদিন বাদেই ঘরের মাঠে ফের শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ক্রিকেট সিরিজ। অনুশীলন অনুযায়ী এই সিরিজে তামিম সাকিবের ফেরার সম্ভাবনা ক্রমেই বাড়ছে। তবে মূল কথা হচ্ছে আসলেই তাদের ফেরার সম্ভবনা কতটুকু। এ দিকে জিম্বাবুয়ে দল যাওয়ার আগেই আসছে ওয়েস্ট ইন্ডিজ দল।

আঙুলের চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি দলের গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার সাকিব-তামিম। ২২ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ওই সিরিজে তাদের ফেরার সম্ভাবনা দেখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে তামিমের ব্যাপারে একটু বেশিই আশাবাদী তিনি, ‘তামিমের সুস্থতা নিয়ে আমরা যথেষ্ট সন্তুষ্ট। আজ আপডেট দেবে ফিজিও। সেই হিসেবে পদক্ষেপ নিবো। তবে সাকিবের ব্যাপারে আমরা কিছু আপডেট পাইনি। তামিমকে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এবং সাকিবের ব্যাপারেও আমরা যথেষ্ট আশাবাদী। আজকে যদি আপডেট পাই তাহলে কাল দল গঠনের চিন্তা-ভাবনা করব।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই পাওয়া যেতে পারে তামিমকে। তবে সাকিবকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। মিনহাজুল জানান বিশ্বসেরা অলরাউন্ডারের ফেরা নির্ভর করছে আজকের মেডিক্যাল রিপোর্টের ওপর, ‘সে তো (সাকিব) মাত্র গতকাল ব্যাটিং শুরু করেছে। কালকের দিনটিতে বোঝা যাবে কতটা উন্নতি করেছে। কারণ, ইনজুরির পর অনেক বড় একটি বিরতি গেছে। ফিজিওর একটি রিপোর্ট দেয়ার কথা। সবকিছু পাওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে বৃহস্পতিবার। তারা বাংলাদেশ ছাড়ার আগেই ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল। ভারত সফরে ক্যারিবীয়দের টি-২০ সিরিজে থাকা ১০ ক্রিকেটার আজ বিকেলে ঢাকায় পৌঁছবেন জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে। বাংলাদেশ সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আজ এবং আগামীকাল তিন ভাগে ঢাকায় পা রাখবে ক্যারিবীয়রা।

১৬ নভেম্বর জেসন হোল্ডারের দল চলে যাবে সিরিজের প্রথম টেস্টের ভেনু বন্দরনগরী চট্টগ্রামে। বাকি ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ থেকে রওনা হয়ে ঢাকায় আসবেন বৃহস্পতিবার সকাল ও বিকেলে দুই ভাগে বিভক্ত হয়ে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ১৮-১৯ নভেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২২-২৬ নভেম্বর হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট মিরপুরে ৩০ নভেম্বর- ৪ ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শুরুর আগে ৬ ডিসেম্বর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৯ ও ১১ ডিসেম্বর সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুরে। ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একই মাঠে ১৯ ডিসেম্বর সিরিজের প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ ও ২২ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০।

ভারত সফরে তিন সংস্করণেই সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট সিরিজ হেরেছে ২-০ তে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ এ ও টি-২০ সিরিজে ধবলধোলাই (৩-০) হয়েছে ক্যারিবীয়রা। পোড়খাওয়া এই দলটির বিপক্ষে সর্বোচ্চটাই দিতে চাইবে ইনজুরি থেকে ফেরা তামিম ও ডাবল করা মুশফিক বাহিনী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়