শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:৩১ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুগ্ধ খাতে পুন: অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণ প্রক্রিয়াধীন

আদম মালেক : গাভী ক্রয় লালন পালন ও সংকর জাতের গরু উৎপাদনে পুন:অর্থায়ন তহবিলের ঋণ বিতরণ চলতি বছরের মার্চে বন্ধ হয়ে যায়। এর পর আর এই খাতে কোনো ঋণ বিতরণ হয়নি। দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিতরণ কার্য অব্যাহত রাখার জন্য এই তহবিলের আওতায় নতুন করে ঋণ বিতরণে তৎপর হয়ে ওঠছে বাংলাদেশ ব্যাংক এবং বিষয়টি প্রক্রিয়াধীন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গেল মাসে গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুগ্ধ খাতে পুন:অর্থায়ন তহবিলে নতুন বরাদ্দের জন্য আলোচনা হয়। সেই আলোচনার অগ্রগতি হিসেবে খামারীদের সুবিধা বিবেচনা করে ১ শতাংশ সুদ কমিয়ে দেয়া হয়। নুতন করে খামারীদের মাঝে ৪ শতাংশ হারে ঋণ বিতরণ করা হবে। চলতি মাসে গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকেও এই তহবিলের অগ্রগতি ও দ্রুত বরাদ্দের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা আসবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ২০১৫ সালে প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি চালু করে। বাংলাদেশ ব্যাংক প্রকল্প পরিচালনার দায়িত্ব নেয়। প্রকল্প বাস্তবায়নের জন্য সে সময় তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। কৃষকদের মধ্যে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা যাবে।

এ কর্মসূচির আওতায় ঋণ দিতে কোনো ধরনের সহায়ক জামানত নেওয়া হয় পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, আইএফআইসি, মিডল্যান্ড, ন্যাশনাল ব্যাংক থেকে এ ঋণ পাওয়া যাবে। এছাড়া বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স থেকেও এ ঋণ পাওয়া যাবে বলে বাংলাদেশ ব্যাংক জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়