শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:২৮ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একীভূত হলো প্রশাসন ও ইকনমিক ক্যাডার সার্ভিস

আনিসুর রহমান তপন : বিসিএস প্রশাসন ও ইকনমিক ক্যাডার সার্ভিসকে একীভূত করে আদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

সিপি-১ অধিশাখার জারি করা আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডারকে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের সাথে একীভূত করা হল। এ আদেশ সরকারি গেজেট প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রশাসন ও ইকনমিক ক্যাডার সর্ভিসকে একীভূত করার সিদ্ধান্ত নেয়া হয়। তারও আগে বিসিএিস ইকনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে অন্তর্ভূক্ত করার অনুরোধ জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে ডিও লেটার (আধা সরকারি পত্র) দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে তিনি বলেন, বিসিএস ইকনমিক ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারে অন্তর্ভূক্ত করা হলে একটি বড় ধরনের প্রশাসনিক সংস্কার বাস্তবায়িত হবে।

এদিকে ১৯৮৪ সালে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনে বিসিএস ইকোনমিক ক্যাডার পদ সৃষ্টি করে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, প্রশাসনে প্রায় একই ধরণের কাজ করে থাকে প্রশাসন ও ইকনমিক ক্যাডার কর্মকর্তারা। এরই অংশ হিসেবে এই দুই ক্যাডার সার্ভিসকে একীভূত করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকরী কর্ম-কমিশনের সমন্বিত মেধা তালিকা অনুসারে পুলে যোগদানকারী বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডারের কর্মকর্তা এবং বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডারের কর্মকর্তাগণের জোষ্ঠতা স্ব স্ব ব্যাচের বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত হবে। তাছাড়া এই উদ্দেশ্যে গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির সুপারিশ অনুযায়ী একীভূত বাংলাদেশ সিভিল সার্ভিস (ইকনমিক) ক্যাডারের কর্মকর্তাদের সমপদে পদায়ন, জোষ্ঠতা নির্ধারণ এবং একীভূতকরণের সকল প্রক্রিয়ার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়