শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক কার্যদিবস পর আবারও শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী

মাসুদ মিয়া : দেশের শেয়ারবাজার দরপতনের এক কার্যদিবস পর আবারও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি ম‚ল্য স‚চক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

মূল্য স‚চক ও লেনদেন বাড়লেও এদিন দুই বাজারেই লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে কমেছে ১৪০টির। আর ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পরও ডিএসইর প্রধান ম‚ল্য স‚চক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি ম‚ল্য স‚চকের মধ্যে ডিএসই শরিয়াহ্ স‚চক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে এক হাজার ৮৬৬ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫১৮ কোটি ৪২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা। টাকার অঙ্কে এদিন ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা শেফার্ড ইন্ডাস্ট্রিজের ২৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক ম‚ল্য স‚চক সিএসসিএক্স চার পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭৩৯ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দাম বেড়েছে। কমেছে ১১২টির। আর অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়