শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের উপহার নেবেন না দীপিকা-রণবীর

মুসফিরাহ হাবীব : বলিউড তারকা দীপিকা-রণবীরের বিয়ের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আজ মেহেদি। কালই বিয়ে। ইতালির লেক কোমোয় চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি।

কড়া নিরাপত্তায় চলছে বিয়ের আয়োজন। গোপনীয়তা রক্ষা করা হচ্ছে কঠোরভাবে। মোবাইল নিয়ে সেখানে যে সবার যেতে মানা তা তো আগেই শোনা গেছে। এবার শোনা যাচ্ছে, বিয়েতে আমন্ত্রিতদের উপহারও নিতে রাজি নন দীপিকা-রণবীর।

তারা বার বার করেই অতিথিদের বলেছেন, কোন রকম উপহার আনবেন না। যদি কেউ উপহার দিতেই চান তাহলে দীপিকার স্বেচ্ছাসেবী সংস্থায় দান করুন।

মানসিক রোগীদের জন্য কাজ করে দীপিকার স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’। ২০১৫ সালে এ সংস্থাটি তৈরি করেছিলেন দীপিকা। যারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাদের জন্য কাজ করে সংস্থাটি।

দীপিকা নিজেও অতীতে হতাশায় ভূগেছেন। তাই পরবর্তীতে তিনি অনুভব করেন ভারতে হতাশা বড় ধরনের একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। আর তাই তা মোকাবেলা করার চিন্তা থেকেই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন তিনি।

মঙ্গলবার দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ একজন জানান, বেশ কয়েকটি বিষয়ের মধ্যে এই জুটি বিয়ের উপহার দিয়ে তাদেরকে ভরিয়ে দিতে মানা করেছেন অতিথিদের। তারা দুইজনই স্বেচ্ছাসেবী সংগঠনের কাজে প্রতিশ্রুতিবদ্ধ এবং অতিথিরাও কোনো ভাল কাজ করুক সেটিই চান।

শোনা যাচ্ছে, ১৪ এবং ১৫ নভেম্বর দু’দিন ধরেই ইতালিতে চলবে বিয়ের অনুষ্ঠান। ভারতে ফিরে আগামী ২৮ নভেম্বর মুম্বাইতে রিসেপশন হবে এই জুটির।

বিয়েকে কেন্দ্র করে ইতালির লেক কোমো এখন বলিউডের নজরে। তবে বলিউডের গুটি কয়েক তারকাই এ অনুষ্ঠানে থাকার সুযোগ পাচ্ছেন। শাহরুখ খান, ফারহা খান, সঞ্জয়লীলা বনশালি থাকছেন অনুষ্ঠানে। তবে কেউ যাতে নিরাশ না হন সেজন্য মুম্বাইয়ে ফেরার পর বলিউডের সব তারকার জন্যই বিশেষ রিসেপশনের ব্যবস্থা করবেন দীপিকা-রণবীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়