শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমতলী কৃষি রেডিও দুই মাস ধরে বন্ধ, সেবা থেকে বঞ্চিত উপকূলবাসী

মোঃ জয়নুুল আবেদীন,আমতলী (বরগুনা): বরগুনার আমতলী কৃষি রেডিও’র ট্রান্সমিটার বিকল হওয়ায় দুই মাস ধরে সম্প্রচার বন্ধ রয়েছে। এতে উপকূলের প্রায় চার লক্ষাধীক শ্রোতা গুরুত্বপূর্ণ খবর, কৃষি তথ্য ও বিনোদন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত সম্প্রচার চালু করার দাবি উপকূলবাসীর।

জানাগেছে, ২০১১ সালে ১ জানুয়ারী আমতলী কৃষি রেডিও’র যাত্রা শুরু হয়। ওই সময় থেকে বেশ ভালোই চলছিল রেডিও’র সম্প্রচার। দিন দিন রেডিওটি’র জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ২০১৬ সালে রেডিও’র দুটি ট্রান্সমিটারের একটি ট্রান্সমিটার বিকল হয়ে যায়। ওই সময় একটি ট্রান্সমিটার দিয়ে সম্প্রচার সচল রাখে। পরে বিকল হওয়া ট্রান্সমিটারটি মেরামত করা হয়। এ বছর ৭ ফেব্রুয়ারী এক সঙ্গে দুটি ট্রান্সমিটার বিকল হয়ে রেডিও’র সম্প্রচার বন্ধ হয়ে যায়। আড়াই মাস সম্প্রচার বন্ধ থাকার পরে গত ২২ এপ্রিল ওই ট্রান্সমিটার দুটি সচল হয়। সাড়ে পাঁচ মাস সম্প্রচার চালু ছিল। এ বছর ২১ সেপ্টেম্বর হঠাৎ করে দুটি ট্রান্সমিটার পুনরায় বিকল হয়ে যায়। এতে গত দু’মাস ধরে আমতলী কৃষি রেডিও সম্প্রচার বন্ধ রয়েছে। সম্প্রচার বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ খবর, কৃষি তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হচ্ছেন উপকূলের প্রায় চার লক্ষাধীক শ্রোতা। দুই ধাপে এ বছর চার মাস সম্প্রচার বন্ধ থাকে।

শ্রোতা দর্জি জালাল আকন, চা বিক্রেতা সোহেল মিয়া, কৃষক আবদুল হক জানান, কৃষি রেডিও বন্ধ থাকায় আমরা গুরুত্বপূর্ণ খবর, কৃষি তথ্য ও বিনোদন থেকে বঞ্চিত হয়েছি।

তালতলী উপজেলার গাবতলী গ্রামের কৃষক মোঃ ইসহাক হাওলাদার ও কালাম ফরাজী জানান, কৃষি রেডিও’র মাধ্যমে আমরা কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়ে থাকি। রেডিও বন্ধ থাকায় কোন পরামর্শ পাচ্ছি না। দ্রুত রেডিও সম্প্রচার চালু করার দাবী জানাই।
বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া জেলে লাল মিয়া ও ছত্তার হাওলাদার জানান, সাগরে আবহাওয়ার পূর্বাভাস জানার একমাত্র অবলম্বন কৃষি রেডিও। সেটি বন্ধ থাকায় আমাদের সমস্যা হচ্ছে।

আমতলী কৃষি রেডিও’র টেকনিক্যাল পার্টিসিপেন্ট মোঃ সাজেদুর রহমান সজিব বলেন, ট্রান্সমিটারের মেয়াদকাল ৫ বছর। এ মেয়াদকাল অতিক্রান্ত হওয়ায় বিভিন্ন যন্ত্রাংশ অকেজো হয়ে গিয়েছে। তিনি আরও বলেন এ যন্ত্রাংশগুলো সচারাচার পাওয়া যাচ্ছে না।

আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার মোঃ ইছা বলেন, বিকল হওয়া ট্রান্সমিটার দুটি সচলের চেষ্টা চলছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি রেডিও ব্যাবস্থপনা কমিটির সভাপতি মোঃ সরোয়ার হোসেন বলেন, দু’টি ট্রান্সমিটার মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ট্রান্সমিটার আসলেই রেডিও’র সম্প্রচার চালু হবে।

কৃষি মন্ত্রণালয় কৃষি তথ্য সার্ভিসের উপ-পরিচালক গণযোগাযোগ ও কৃষি রেডিও সমন্বয়কারী মোঃ রেজাউল করিম বলেন, রেডিও’র যন্ত্রাংশ বিদেশ থেকে আনা হয়েছে । দু’এক দিনের মধ্যেই সম্প্রচার চালু হবে।

কৃষি মন্ত্রণালয় কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. নুরুল ইসলাম বলেন, কৃষি রেডিও সম্প্রচার নিবিছিন্ন রাখার জন্য নতুন প্রকল্পের অধীনে একটি ট্রান্সমিটার ক্রয় করা হবে। তিনি আরও বলেন, বিকল হওয়া ট্রান্সমিটার মেরামতের কাজ চলছে। অল্প দিনের মধ্যেই সম্প্রচার চালু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়