Skip to main content

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াবে নরওয়ে : বাণিজ্যমন্ত্রী

স্বপ্না চক্রবর্তী : নরওয়েতে বাংলাদেশের পণ্য রপ্তানী আরো বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, বাংলাদেশে নরওয়ের গ্রামীণফোন ফোন, পাওয়ার সেক্টর, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ ১৩টি প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। দেশটি বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানোর কথা ভাবছে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তোফায়েল আহমেদ বলেন, নরওয়ে বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসেবে নরওয়ে বাংলাদেশকে এভ্রিথিংকস বাট আর্মস(ইবিএ) এর আওতায় বাণিজ্য সুবিধা দিচ্ছে। তৈরি পোশাকসহ বেশ কিছু পণ্য নরওয়েতে রপ্তানি করে আসছে বাংলাদেশ। গত অর্থবছরে বাংলাদেশ নরওয়েতে ৯৬.৮৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, একই সময়ে ৬৩.৭০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সকল কাজ শান্তিপূর্ণ ভাবে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। সাজাপ্রাপ্ত কোন ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, সেটি আদালন নির্ধারণ করবেন। বাংলাদেশ আওয়ামীলীগের ৪,৩০০ জন মনোনয়ন প্রত্যাশি নেতা-নেত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ১৪ নভেম্বর দলের মনোনয়ন বোর্ড সিদ্ধান্তের জন্য বসবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ।

অন্যান্য সংবাদ