শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া খবর রুখতে বিশেষজ্ঞ দল গড়ল হোয়াটসঅ্যাপ

মুসফিরাহ হাবীব : ভারতসহ বিশ্বব্যাপী ভুয়ো খবর ছড়ানো রুখতে ২০ টি বিশেষজ্ঞ দল গড়েছে হোয়াটস্অ্যাপ। গোটা বিশ্বের নানান ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে দলগুলো। ভারতীয় এবং ভারতীয় বংশোদ্ভূত বিশেষজ্ঞরাও এ দলে রয়েছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে হোয়াটস্অ্যাপ।

বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন কীভাবে হোয়াটস্অ্যাপ ব্যবহারকারীরা তাদের ফোনে আসা বার্তা ছড়িয়ে দিয়ে সমাজকে প্রভাবিত করছেন। যার ফলে সহিংসতার ঘটনাও ঘটছে। শুধু ভারতেই হোয়াটস্অ্যাপের ভুয়া খবরে ৩০ জনের প্রাণহানি হয়েছে।

ভুয়া নিউজ ছড়ানো রুখতে মোবাইল ম্যাসেজিং প্লাটফর্ম অতিরিক্ত আরো কী পদক্ষেপ নিতে পারে তাও বিশেষজ্ঞরা খতিয়ে দেখবেন। যেসব ভুয়া বার্তা সমাজকে প্রভাবিত করছে সেগুলোর বিস্তার রোধে যাবতীয় পদক্ষেপ গ্রহণের জন্য ভারত সরকার হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল।

কোম্পানিটি তাদের বিবৃতিতে বলেছে, হোয়াটস্অ্যাপ সাধারণত দুজন মানুষ বা একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে তাদের মূল লক্ষ্য হবে ব্যবহারকারীদের এ ধরনের ভুয়া খবর বা বার্তা সম্পর্কে বোঝানো যাতে তারা সেগুলোকে আমলে না নেয়। তাছাড়া, জনগণকে ভুয়া খবর সম্পর্কে সচেতন করতে সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন ওয়েবসাইটসহ ১শ’টি রেডিও স্টেশনে বিজ্ঞাপন দেওয়ারও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

হোয়াটসঅ্যাপ তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, বিশেষজ্ঞদের ২০ টি দলের প্রত্যেকটিকেই তাদের প্রকল্পের জন্য ৫০,০০০ মার্কিন ডলার করে দেওয়া হবে। ভারতে বিশেষজ্ঞরা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কের প্রেক্ষাপটে প্রতিদিনকার রাজনৈতিক কথপোকথনে হোয়াটসঅ্যাপের ভূমিকা পরীক্ষা করে দেখবেন।

দলগুলোতে ভারতীয়দের মধ্যে আছেন লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গালুরুর একটি সংবাদমাধ্যমের বিশেষজ্ঞরা। সাইবার পিস ফাউন্ডেশনের রাঁচির দপ্তর এবং দিল্লির একটি স্বেচ্ছাসেবী সাইবার ক্যাফে সংস্থার বিশেষজ্ঞরাও ২০ দলের অন্যতম সদস্য। এছাড়া ব্রাজিল, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, স্পেন, আমেরিকা, ইংল্যান্ড, নেদারল্যান্ডস্, নাইজেরিয়া, ইসরায়েল এবং মেক্সিকোর বিশেষজ্ঞরাও রয়েছেন দলগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়