শিরোনাম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেলরের পাঁচ শতকের চারটিই বাংলাদেশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক : পাঁচ বছর পর টেস্টে সেঞ্চুরি হাঁকালেন ব্রেন্ডন টেলর। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার খেলেছেন ১১০ রানের অসাধারণ ইনিংস। সাদা পোশাকে টেলরের এটি পঞ্চম সেঞ্চুরি। তার পাঁচের চারটি শতকই বাংলাদেশের বিপক্ষে।

২০১১ সালে হারারেতে বাংলাদেশের বিপক্ষে টেলর খেলেছিলেন ১০৫ রানের অপরাজিত ইনিংস। টেস্টে সেটিই তার প্রথম সেঞ্চুরি।

পরে ২০১৩ সালের এপ্রিলে হারারেতে হাঁকান জোড়া সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৭১ আর দ্বিতীয় ইনিংসে ১০২ রানে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটসম্যান।

পাঁচ সেঞ্চুরির অপরটি নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে, বুলাওয়েতে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস।

পাঁচ বছর পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন টেলর। সেটিও বাংলাদেশের বিপক্ষে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়