শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৮, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাধাহীন বাণিজ্যের জন্য জাপানকে যুক্তরাষ্ট্রের চাপ

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: যুক্তরাষ্ট্রের সাথে জাপানের বাণিজ্য উদ্বৃত্ত কমাতে এবং বাণিজ্যে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জাপানে যে ধরণের বাধার সম্মুখীন হয় তা কাটাতে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে সাক্ষাতের পর এ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ আহ্বান জানান।

মাইক পেন্স বলেন, যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘ সময় ধরে জাপানের একটি ভারসাম্যহীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান। দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে একটি স্বাধীন, স্বচ্ছ বাণিজ্য পরিস্থিতি গড়ে তোলা সম্ভব। তবে দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কোনো নিশ্চয়তা দেন নি আবে। গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ফলে বাণিজ্যের প্রসারণ নিয়ে একমত প্রকাশ করার বিষয়ে আলোচনা হয়েছিল বলেও এ সংবাদ সম্মেলনে জানান তিনি। এসময় আবে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ধারার বিষয়টি অনুধাবনের জন্যও অনুরোধ জানান যুক্তরাষ্ট্রকে।

এছাড়াও একই সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার কথা উল্লেখ করে মাইক পেন্স বলেন, সম্পূর্ণরূপে পরমাণু নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত দেশটির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়